ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থগিত হওয়া দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা হলেন, পক্ষিয়া ইউনিয়নে নাগর হাওলাদার ও বড় মানিকা ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার।
উপজেলা রিটার্নিং অফিসার কল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জসিম উদ্দিন হায়দার এর আগেও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
/এআর/
আরও পড়ুন: