X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ থেকে হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ১০:৪১আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৪:০৮

  হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী ও উত্তরাঞ্চলীয় জেএমবির কমান্ডার সোহেল মাহফুজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ও উত্তরাঞ্চলীয় জেএমবির কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ নব্য জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই)  রাত প্রায় ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষকিনি এলাকার একটি আমবাগানে গোপন মিটিং করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 
গ্রেফতারকৃত বাকি তিন সদস্য হলো- নব্য জেএমবির আইটি স্পেশালিস্ট হাফিজুর রহমান হাফিজ, অস্ত্র সরবরাহকারী জুয়েল এবং রাজশাহী, চাঁপাই ও নাটোরের কো-অর্ডিনেটর জামাল। 

হলি আর্টিজানের ঘটনায় চাঁপানবাবগঞ্জ থেকে গ্রেফতারকৃত নব্য জেএমবির সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, ‘শিবগঞ্জের একটি আমবাগানে টং ঘরে নব্য জেএমবির সদস্যরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে জেএমবির কমান্ডার সোহেল মাহফুজসহ চার জঙ্গিকে গ্রেফতার করা হয়।’  

তিনি আরও বলেন, ‘সোহেল মাহফুজ নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। অনেকদিন ধরেই তাকে আমরা খুঁজছি। এর আগে একাধিক অভিযানে আইনের চোখে ফাঁকি দিয়ে সে বেরিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, ‘সোহেল মাহফুজ যেহেতু গুলশান হামলার সঙ্গে জড়িত তাই তাকে ঢাকায় কাউন্টার টেরোরিজমের কাছে পাঠানো হয়েছে। আর বাকি তিনজন চাঁপাইয়ের একাধক মামলার আসামি,   তাই তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’ হলি আর্টিজন মামলার পরিকল্পনাকারী জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহ্ফুজ

জানা যায়, গুলশান হামলার মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্র ও গ্রেনেড সরবরাহকারী হিসেবে এই সোহেল মাহফুজের নাম আসে। এমনকি এই মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে দেওয়া তার জবানবন্দিতে জানিয়েছিল, শেওড়াপাড়ার আস্তানায় বসে গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো তৈরি করা হয়েছিল।  

ঢাকা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘সোহেল মাহফুজ গুলশান হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত এবং অস্ত্র ও গ্রেনেড সরবরাহকারী। তাকে ঢাকায় আনা হচ্ছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য উদঘাটন করবো।’

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।

/এনএল/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচন কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতাকর্মীকে অব্যাহতি
নির্বাচন কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতাকর্মীকে অব্যাহতি
‘আমাদের প্রেসিডেন্ট এভাবে মারা যাবেন, কল্পনাও করিনি’
‘আমাদের প্রেসিডেন্ট এভাবে মারা যাবেন, কল্পনাও করিনি’
কক্সবাজারের নবগঠিত উপজেলার নির্বাচনে সংঘর্ষে একজন নিহত
কক্সবাজারের নবগঠিত উপজেলার নির্বাচনে সংঘর্ষে একজন নিহত
খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিসাইডিং অফিসার আহত
খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিসাইডিং অফিসার আহত
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা