X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আরও চারটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার করতে চাই: লিটন

রাজশাহী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৪:৫৩

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি– প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহী মহানগরীর নাগরিকদের স্বাস্থ্যসেবা দিতে সিটি করপোরেশন পরিচালিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো কাজ করছে। আগামীতে আরও অন্তত চারটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার করতে চাই।’

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে কমিউনিটি ক্লিনিক দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খায়রুজ্জামান লিটন একথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ার পথে। আমরা ২০৪১ সালের মধ্যেই একটি উন্নত দেশে পরিণত হবো। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। বছরের প্রথম দিন প্রায় ৩৪ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়, সম্প্রতি নৌবাহিনীতে দুইটি যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে –এসব কিছুই সফলতা। এ ছাড়া, সার্বিক ক্ষেত্রে উন্নয়নে সফলতা অর্জন হয়েছে। দৃশ্যমান ও টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নীরব বিপ্লব ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা গ্রামে গ্রামে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে বিপুল সংখ্যক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক সেবা প্রদান করা সম্ভব না হলে মেডিক্যাল হাসপাতালগুলোর উপর রোগীর চাপ আরও কয়েকগুন বৃদ্ধি পেতো।’

স্বাস্থ্য রাজশাহী বিভাগের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আর্চায্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলাম,  উপ-পরিচালক নাসিম আক্তার এরিনা প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে বাবার মৃত্যু, ছেলে আহত
মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে বাবার মৃত্যু, ছেলে আহত
অপরিপক্ব ফলে সয়লাব রাজধানীর বাজার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
অপরিপক্ব ফলে সয়লাব রাজধানীর বাজার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
কিরগিজে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছে
কিরগিজে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি