X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অটোভ্যানের ধাক্কায় আহত শিশুর মৃত্যু, প্রতিবাদ করায় বাবাকে মারধর

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা ভ্যানের ধাক্কায় আহত দুই বছরের শিশুকন্যা ফাতেমা আকতার (২) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মারা গেছে। গত ৮ সেপ্টেম্বর রবিবার বিকালে নিজবলাইল বন্যা নিয়ন্ত্রণ বাধের ওপর সে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার প্রতিবাদ করায় ওই সময় ভ্যানচালক রেজাউল করিমের পক্ষ নিয়ে ফাতেমার বাবাকে মারধধরের ঘটনায় পুলিশ দুই ভাইকে আটক করেছে।

শিশু ফাতেমা সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল বন্যা নিয়ন্ত্রণ বাধে বসবাসকারী সাইদুল আকন্দের মেয়ে।

আটক দুই ভাই হলেন নিজ বলাইল গ্রামের খাতের প্রামানিকের ছেলে সাজু প্রামানিক (৩৫) ও আইবর প্রামানিক (৪০)।

বিকালে এ খবর পাঠানোর সময় নিহত শিশুর বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, এজাহারে ওই দুজনের নাম থাকলে তাদের গ্রেফতার করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকাল ৪টার দিকে শিশু ফাতেমা বাধের ওপর খেলা করছিল। এ সময় একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রেজাউল করিমের (৪০) অটোরিকশা ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে ফাতেমা মাথা ও কোমড়ে আঘাত পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার সময় শিশুর বাবা সাইদুল ভ্যানচালক রেজাউলকে আটক করে ক্ষতিপূরণের দাবি করেন। তখন ভ্যানচালক রেজাউলের পক্ষ নেন আত্মীয় ও একই গ্রামের বাসিন্দা সাজু ও তার ভাই আইবর। তারা সাইদুলকে মারপিট করে ভ্যানসহ রেজাউলকে ছাড়িয়ে নিয়ে যান। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

ওসি আল আমিন জানান, শিশুর বাবার মৌখিক অভিযোগে তাকে মারপিটকারী দুই ভাই সাজু ও আইবরকে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর পর তার বাবা সাইদুল মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

ওসি জানান, এজাহারে আটক ওই দু’জনের নাম থাকলে তাদের গ্রেফতার করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ঋতুপর্ণার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
ঋতুপর্ণার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি