X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকার ছিনতাই হওয়া প্রাইভেটকার নাটোরে উদ্ধার, আটক ৫

নাটোর প্রতিনিধি
২৪ মে ২০২০, ১১:৩৭আপডেট : ২৪ মে ২০২০, ১১:৫২

উদ্ধার হওয়া প্রাইভেটকার ঢাকা থেকে পাবনা যাওয়ার কথা বলে প্রাইভেটকার ভাড়া করে চার জন। এরপর চালককে বেঁধে রাস্তায় ফেলে প্রাইভেটকারটি ছিনতাই করে তারা। কিন্তু, শেষ রক্ষা হয়নি। নাটোর পুলিশ পাবনা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ ছিনতাইকারীকে। শনিবার (২৩ মে) দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ সব তথ্য জানান।

তিনি জানান, ওই প্রাইভেটকারের মালিকের নাম শেখ আহম্মদ। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের সি ব্লকের বাসিন্দা ও সাবেক ব্যাংকার। তার কারটির চালক ছিলেন রনি নামে এক যুবক।

আটক ছিনতাইকারীরা হলো—পাবনা সদর উপজেলার গয়েশ্বপুর রথখোলা এলাকার এস্কেন প্রাংয়ের ছেলে জাহাঙ্গীর ওরফে জ্যাক (৩৫), একই উপজেলার সদিরাজপুর এলাকার সাইফুলের ছেলে হৃদয় (২২), একই গ্রামের মনিরুল ইসলাম ঝড়ুর ছেলে সোহেল রানা (২৬), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী এলাকার লুৎফরের ছেলে মাহবুবুর রহমান শাওন (২০) এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম ভারুয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম (২১)।

নিজ কার্যালয়ের সামনে ব্রিফ করছেন নাটোরের পুলিশ সুপার পুলিশ সুপার জানান, গত ১২ মে ঢাকা থেকে পাবনা যাওয়ার কথা বলে চার জন ডাকাত রনির চালানো কারটি ভাড়া করে। রাত ৩টায় পাবনায় পৌঁছায় তারা। এ সময় টাকা কম থাকার কথা বলে একজন কথিত বড় ভাইকে ফোন করে টাকা নিয়ে আসতে বলে। কথিত ওই বড়ভাই পৌঁছানোর পর গাড়িতে উঠে চালক রনিকে বলে আরও কিছুদূর সামনে গিয়ে টাকা দেবে। পরিকল্পনা মোতাবেক ওই পাঁচ ডাকাত পাবনা সদর থানার গাছপাড়ায় পৌঁছে চালককে বেঁধে কসটেপ দিয়ে মুখ আটকে পেছনের সিটে বসায়। এরপর তারা বড়াইগ্রামের রাজাপুর হয়ে বনপাড়া-দাশুড়িয়া মহাসড়কের এক নির্জন জায়গায় রনিকে ফেলে পালিয়ে যায়। সকালে পথচারীরা রনিকে উদ্ধারের পর পুলিশকে খবর দেয়।

তিনি জানান, পরে বড়াইগ্রাম থানায় রনি মামলা দায়ের করে। এর পর আইও আনোয়ার হোসেনসহ মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে পাবনা গোয়েন্দা পুলিশের সহায়তায় পাবনা সদর উপজেলা এলাকা থেকে ওই প্রাইভেটকারটি উদ্ধার এবং কথিত বড় ভাই জ্যাককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ১৯ ও ২০ মে ঢাকার সাভার এলাকা থেকে অপর চার জনকেও গ্রেফতার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার ও আইও আনোয়ার হোসেন জানান, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/আইএ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ