X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

আলাদা সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:০৪

বগুড়া বগুড়ার দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (৫ ডিসেম্বর) সকালে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন সেনা সদস্য মামুনুর রশিদ (৪৫) এবং শেরপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে অটোরিকশা থেকে পড়ে মারা যান নেপাল চন্দ্র (৫০)।

সেনা সদস্য মামুনুর রশিদ নওগাঁর বদলগাছি উপজেলার আরজি পাঁচঘড়িয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং বগুড়ার মাঝিরা সেনানিবাসে করপোরালের দায়িত্বে ছিলেন। আর নেপাল চন্দ্র শেরপুরের বিশালপুর ইউনিয়নের নাগরপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা করপোরাল মামুনুর রশিদ শনিবার সকালে কর্মস্থল মাঝিরা সেনানিবাস থেকে মোটরসাইকেলে নওগাঁর বাড়ি ফিরছিলেন। তিনি সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। তখন ওই মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠান।

ওসি আরও জানান, এ ব্যাপারে নিহতের ভাই আবদুস সালাম দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। মাইক্রোবাসটি শনাক্ত ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, নেপাল চন্দ্র শুক্রবার রাত ৮টার দিকে শেরপুরের বিশালপুর বাজার থেকে একটি অটোরিকশা ভ্যানে নাগরপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। ভ্যানটি শেরপুর-রানীরহাট সড়কের চৌমুহনী বাজার এলাকায় পৌঁছলে চালক একই গ্রামের অখিল চন্দ্র নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে নেপাল চন্দ্র ও অখিল চন্দ্র আহত হন। এদের মধ্যে গুরুতর নেপাল চন্দ্রকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করলে তিনি পথিমধ্যে মারা যান। ভ্যানচালক অখিলকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পাকিস্তান যথেষ্ট সংযম দেখিয়েছে’
‘পাকিস্তান যথেষ্ট সংযম দেখিয়েছে’
আ.লীগ নিষিদ্ধে টালবাহানা করলে জনগণ মেনে নেবে না: আখতার
আ.লীগ নিষিদ্ধে টালবাহানা করলে জনগণ মেনে নেবে না: আখতার
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ১৬ জন গ্রেফতার
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ১৬ জন গ্রেফতার
পাকিস্তান সন্ত্রাসী অবকাঠামো বজায় রাখছে: ভারতীয় হাইকমিশনার
পাকিস্তান সন্ত্রাসী অবকাঠামো বজায় রাখছে: ভারতীয় হাইকমিশনার
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ