X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২০:৩৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২০:৩৯

গ্রেফতার ইউপি সদস্য বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউপি সদস্য ফজলুল হক বাবুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই মামলার ২ নম্বর আসামি। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে তাকে বগুড়া সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ।

এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে এক নারীসহ আরও দুই জনকে গ্রেফতার করা হয়। ধুনটের গোপালনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) ফজলুল হক বাবু দেউরিয়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তবে মামলা প্রধান আসামি মাসুদ রানা এখনও পলাতক রয়েছেন। উল্লেখ্য, এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসানুল হক আসামিদের পক্ষ নেওয়ায় তাকে আগেই পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত প্রধান আসামি মাসুদ রানা গত ১৬ জুলাই একই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে ইউপি সদস্যের সহযোগিতায় অপহরণ করে। এরপর তাকে এক মাস আটকে রেখে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে। ছাত্রীর মা গত ১২ আগস্ট ধুনট থানায় মাসুদ রানা, ইউপি সদস্য ফজলুল হক বাবুসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। এই অবস্থায় গত ২৪ আগস্ট ছাত্রীকে সিরাজগঞ্জের চান্দাইকোনায় রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। পুলিশ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করালে রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলে।

মামলার নতুন তদন্ত কর্মকর্তা ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা শুক্রবার সকালে ঢাকা থেকে মামলার অন্যতম আসামি আবদুল মান্নান ও সাথী খাতুনকে গ্রেফতার করে। ওসি জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মাসুদ রানাসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান