নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনের ফলাফলে নৌকা বিজয়ী হয়েছে। নৌকা প্রতীক প্রার্থী জান্নাতুল ফেরদৌস তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী তায়জুল ইসলামকে ১৭ হাজার ৯শ’ ৪২ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম জানান, ভোট গণনায় নৌকা প্রতীকে জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৯ হাজার ৪শ’৩৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত তায়জুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪শ’৯২ ভোট।