X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগীয় সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২১:১০আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:১০

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু ও শেষে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঞ্চের সামনে বসা এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তোলা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর পরপরই সমাবেশস্থলে মঞ্চের সামনে নারীদের জন্য নির্ধারিত স্থানে বসা নিয়ে সিরাজগঞ্জের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা বাড়ে। তবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে। পরে আবারও সমাবেশে নেতাদের বক্তব্য শুরু হয়। অনুষ্ঠানের শেষ বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার বক্তব্য শেষে ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে ছবি তুলতে যান বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। এ সময় মঞ্চে প্রথম অবস্থায় ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে হাতাহাতি শুরু হয়। বিএনপির সিনিয়র নেতারা দীর্ঘক্ষণ ধরে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয় মঙ্গলবার (২ মার্চ) বেলা ৩টায়। নগরীর পাঠানপাড়াস্থ মাদ্রাসা ময়দানের পাশে নাইস কনভেনশন সেন্টারে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গণতন্ত্র ফিরে আসবে রাজপথে আন্দোলনের মাধ্যমে।’ নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে অংশ নেওয়া তাবিথ আউয়াল, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

ইশরাক হোসেন বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে আজ আমরা স্বাধীনতার ৫০ বছরে আন্দোলনের বার্তা নিয়ে এসেছি।’

বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে হবে না উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশিদ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী কয়েক হাজার ভোট পায়, আর বিএনপি প্রার্থী পায় মাত্র ৯৮ ভোট। এটি কি আদৌ সম্ভব? মানুষ বোঝে। কাজেই এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়।’

এদিকে, রাজশাহী থেকে সব রুটের সাময়িক বন্ধ থাকা বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী