X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অবৈধ ১৩৮ নিয়োগ: আগের প্রতিবেদনের ব্যবস্থা না নিয়ে নতুন কমিটি

রাবি প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৯:২০আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে দেওয়া নিয়োগে অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক লেনদেন তদন্তে ফের চার সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত পত্রে এ কমিটি গঠন করা হয়।

এর আগে গত ৬ মে বিদায়ী উপাচার্যের দেওয়া নিয়োগের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এতে ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসনেকে আহ্বায়ক করা হয়। এছাড়া ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমানকে সদস্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আবু তাহের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যুগ্ম সচিব জাকির হোসেন আখন্দকে সদস্য করা হয়। তদন্ত কমিটি ২৩ মে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার এক মাসেও কোনও ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ গত ২৮ জুন ফের চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। তবে নতুন কমিটিতে আলমগীর হোসনেকে বাদ দিয়ে তার স্থলে ইউজিসির আরেক সদস্য অধ্যাপক দিল আফরোজকে আহ্বায়ক করা হয়। এছাড়া আগের কমিটির তিন সদস্যকে নতুন কমিটিতে রাখা হয়েছে।

নতুন কমিটি সংক্রান্ত একটি চিঠি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিবেদনে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১০ ডিসেম্বর পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য উপাচার্যকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু উপাচার্য শেষ কর্মদিবসে নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেন।’

পত্রে আরও উল্লেখ করা হয়, ‘বিদায়ী উপাচার্য কর্তৃক জনবল নিয়ােগের ক্ষেত্রে অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক লেনদেনের বিভিন্ন অভিযােগ উত্থাপিত হওয়ায় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উল্লেখিত কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা হলো। নতুন কমিটিকে নিয়োগের ক্ষেত্রে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই, ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়।’

এ বিষয়ে কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, করোনার কারণে তদন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। যতটুকু জেনেছি, তদন্তের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়টি আমার জানা নেই।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি