X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফের আন্দোলনে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের একাংশ

রাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১৮:২৪আপডেট : ১১ জুলাই ২০২১, ১৮:২৪

পদায়নের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্তদের একাংশ।

রবিবার (১১ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যান্ত রুটিন উপাচার্যের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে কৃষি প্রকল্পের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত সভা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিষয়টি জানতে পেরে বেলা সোয়া ১১টার দিকে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী উপাচার্যের দফতরের সামনে অবস্থান নেন। প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর উপাচার্যের কনফারেন্স রুমে প্রবেশ করেন তারা। উপাচার্যের সঙ্গে কথা বলে সাধারণ শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়ে মিটিংয়ের জন্য এক ঘণ্টা আন্দোলন স্থগিত করেন তারা। দুপুর ২টার দিকে ফের আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা দফতরে আসেন। প্রায় ঘণ্টা খানেক উপাচার্যের সঙ্গে কথা বলে ৩টার দিকে দফতর থেকে বের হয়ে যান তারা।

জানতে চাইলে নিয়োগপ্রাপ্ত রাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান সুমন বলেন, ‘আমরা কর্মস্থলে যোগ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিন আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে সরকারঘোষিত লকডাউন শুরু হয়। লকডাউনের কারণে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও নিশ্চুপ ছিলাম। কিন্তু আজ আমরা জানতে পারলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি নির্দেশনা অমান্য করে অফিস কার্যক্রম পরিচালনা করছে। তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন আজ। আমরা উপচার্যকে বলেছি, আমাদের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগে এফসি, সিন্ডিকেটসহ কোনও গুরুত্বপূর্ণ মিটিং করা যাবে না। উপাচার্য গুরুত্বপূর্ণ সভা করবেন না বলে আশ্বস্ত করেছেন। তাই আজকের জন্য আমাদের আন্দোলন স্থগিত করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক লিয়াকত আলী বলেন, আন্দোলনকারীরা প্রথম থেকে এফসি ও সিন্ডিকেট সভা না করার দাবি করে আসছেন। উপাচার্যও বলেছেন তিনি এসব সভা করবেন না। তারপরও আজ তারা অবস্থান নেন উপাচার্যের দফতরে। উপাচার্য বলেছেন, তিনি আগের অবস্থানে আছেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। ওই দিন বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে। একই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগপ্রাপ্তদের যোগদানে স্থগিতাদেশ দেয়। ফলে নিয়োগপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করতে পারেননি। এরপর থেকে নিয়োগপ্রাপ্তরা কর্মস্থলে পদায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে