X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাকায় যাচ্ছিল ১০ বস্তা পরিযায়ী পাখি 

নাটোর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৪:০৪আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪:০৪

প্রতি বছর শীতের শুরু থেকে চলনবিলে দেখা যায় পরিযায়ী বা অতিথি পাখির আনাগোনা। বিভিন্ন বিল, ঝিল, হাওড় এলাকায় ওই পাখিগুলো খাবার সন্ধান করে। তবে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এসব পাখি ধরতে শিকারি আর ব্যবসায়ীরা বেশ তৎপর থাকেন। আর এসব কাজে তারা আইনের   কোনও তোয়াক্কা করেন না। 

তবে এমন ঘটনার বিপরীতে পাখি রক্ষায় চেষ্টা করছেন অনেকে। তাদেরই একজন গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন। সম্প্রতি তিনি পাখির একটি চালান আটকে প্রায় ৬০০ পাখি অবমুক্ত করেন। রবিবার (১০ অক্টোবর) রাতে গুরুদাসপুরের মশিন্দা এলাকার জাকিরের মোড়ে এ ঘটনা ঘটে।

বাঁধন বলেন, সন্ধ্যার দিকে আমি চাঁচকৈড় বাজারে বসে ছিলাম। এ সময় ফোনে জানতে পারি, তিনটি ভ্যানে পাটের তৈরি বস্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরিযায়ী পাখি। পাখির ওই চালান আটকাতে ফোন করি মশিন্দা এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের। তারা জাকিরের মোড়ে মালবোঝাই একটি বড় ট্রাক থেকে ১০ বস্তা পাখি উদ্ধার করে। এ সময় পরিস্থিতি বুঝে পালিয়ে যায় ব্যবসায়ীরা। 

পরে ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো অবমুক্ত করা হয়। প্রতিটি বস্তায় ৫০-৬০ টি পাখি ছিল বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ওই ট্রাকে করে পাখিগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। 

প্রতি বছরই এমন ঘটনা ঘটে দাবি করে পুরো শীতের সময় চলনবিল এলাকায় প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি করেন তিনি। 

গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজটি প্রশংসনীয়। পাখি শিকারিদের ধরতে প্রশাসনও অভিযান অব্যাহত রেখেছে।



/টিটি/
সম্পর্কিত
টাঙ্গুয়ার হাওরে সুদিন ফেরাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ জনই নিহত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল