X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অজানা কারণে মরছে পাখি

বগুড়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ২৩:০২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:১৬

বগুড়া শহরের এডওয়ার্ড পৌর পার্কে অজ্ঞাত রোগে কাক, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা যাচ্ছে। পার্কের বিভিন্ন স্থানে প্রতিদিনই পাখি মারা যাচ্ছে এবং মরদেহগুলোতে পচন ধরেছে। এতে পরিবেশবাদীরা চিন্তিত হয়ে পড়েছেন।

তাদের আহ্বানে মঙ্গলবার (১৮ জানুয়ারি)  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তিন সদস্যের প্রতিনিধি দল মৃত পাখিগুলোর নমুনা সংগ্রহ করেছেন। ঢাকায় ফিরে ল্যাবে পরীক্ষার পর তারা পাখির মৃত্যুর কারণ প্রকাশ করবেন। পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজার্ভেশন ফেডারেশনের (বিবিসিএফ) যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান এ তথ্য জানিয়েছেন।

আইইডিসিআরের প্রতিনিধি দলকে সহযোগিতা করেছেন পরিবেশবাদী সংগঠন তীরের বগুড়া শাখার সাধারণ সম্পাদক রিফাত হাসান।

এডওয়ার্ড পৌর পার্ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে কাক, ভাত শালিক ও গো শালিকের মৃতদেহ পড়ে আছে। পার্কে আসা ব্যক্তিরা জানান, সন্ধ্যার দিকে গাছ থেকে পড়ে পাখিগুলোকে মরে যেতে দেখেছেন তারা।

বিবিসিএফের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান জানান, এক সপ্তাহ আগে তিনি ৩৬টি কাক, দুটি ভাত শালিক ও দুটি গো শালিকের মরদেহ অপসারণ করেছেন। এ ছাড়াও জিলা স্কুল ও সাতমাথা এলাকায় পাতি কাক, ভাত শালিক ও গো শালিকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তিনি বিষয়টি প্রাণিসম্পদ বিভাগ ও বন অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছেন। 

পাখির মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না এডওয়ার্ড পৌর পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম ইকবাল সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়ায় কাক, শালিকের মৃত্যু হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তীরের বগুড়া শাখার সাধারণ সম্পাদক রিফাত হাসান জানান, আইইডিসিআরের তিন সদস্যের প্রতিনিধি দলের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

/আরকে/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!