নাটোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জানুয়ারি) নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার (২১) ওই গ্রামের আব্দুল মমিনের মেয়ে। অভিযুক্ত রাজু প্রাং শহরের বড়গাছা বুড়া দরগা এলাকার সুজনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে ওই স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু মিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’