X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষার্থীরা

পাবনা প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৬:৩৬আপডেট : ০২ মার্চ ২০২২, ১৬:৩৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর দেওয়া নিয়োগ বাতিল, গণনিয়োগ বন্ধ এবং সেশনজটমুক্ত শিক্ষার দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্যের বিরুদ্ধে তদন্ত ও বিচার চেয়ে কুশপুত্তলিকা দাহ করেন।

বুধবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি উপাচার্যের বাসভবন, একাডেমিক ভবন, বিজ্ঞান ভবন, স্বাধীনতা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে প্রধান গেটে অবস্থান নেয়। পরে প্রধান গেট সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নিয়ে উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘অবৈধ নিয়োগ মানি না, মানবো না’, ‘হইহই রইরই, রোস্তম তুই গেলি কই?’, দুর্নীতিবাজ ভিসির, বিচার চাই করতে হবে’, ‘ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দুর্নীতি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘রোস্তমের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও একসঙ্গে’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনরত ফজলে রাব্বি, অয়ন, মহনা, সানজিদা, রুবেল, তাহমিমুলসহ বেশ কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, ‘আমাদের উপাচার্য এমন পর্যায়ে দুর্নীতি করেছেন, শেষ পর্যায়ে রাতের আঁধারে পালিয়ে যেতে হয়েছেন। আমরা তার মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ এবং দুর্নীতির বিচার চাই।’

উপাচার্যের ‘দুর্নীতির’ তদন্ত দাবি করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। নিয়োগ বাণিজ্য, উন্নয়ন প্রকল্পে কমিশন খাওয়া, ভুয়া ভাউচার করে টাকা লোপাট করা, ১০ কোটি টাকার বই কেনায় হরিলুট, লেকের মাছ লুট, বাড়ি ভাড়া ফাঁকি দেওয়া, গাড়ি বিলাসিতাসহ নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। আমরা এসবের তদন্ত চাই।’

পাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষার্থীরা

সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, ‘তার অদক্ষতা ও অজ্ঞতার কারণে এই বিশ্ববিদ্যালয়ে সেশনজট মারাত্মক আকার ধারণ করেছে। তিনি আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছেন। ইউজিসির বার্ষিক সম্পাদন চুক্তিও তিনি বরখেলাপ করেছেন। ফলে এই বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং একেবারে নিচে নেমে গেছে, ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৬তম।’

এদিকে ছুটির কারণে একদিন বিরতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস তালা দিয়ে বুধবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা। ফলে এদিনও নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন বলেন, ‘ন্যায্য দাবি নিয়ে আমরা গত ২৬ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছি। অথচ গত এই পাঁচ দিনেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনও প্রতিনিধি দল আমাদের সঙ্গে কথা বলতে আসেনি। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেবো।’

এ বিষয়ে জানতে উপাচার্য ড. এম রোস্তম আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। প্রক্টর হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ৬ মার্চ মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে গোপনে ক্যাম্পাস ছেড়ে চলে যান উপাচার্য। ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পাবনা থেকে প্রথমে ঢাকার পাবিপ্রবির কার্যালয়ে ও পরে রাজশাহীতে অবস্থান করছেন।

/এফআর/
সম্পর্কিত
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘লন্ডন-সন্তুষ্টিতে’ ব্যস্ত বিএনপি নেতারা, পরবর্তী কর্মপরিকল্পনা আসছে কবে?
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া