X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিষপানেই মৃত্যু হয়েছে রাজশাহীর ২ কৃষকের

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২২, ২১:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২১:৪৩

রাজশাহীতে আলোচিত দুই আদিবাসী কৃষকের মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা কাটলো। ফরেনসিক রিপোর্টে বিষপানে তাদের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কফিল উদ্দিন জানান, শনিবার (১৬ এপ্রিল) ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে।  

তিনি জানান, মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে ফরেনসিক রিপোর্ট প্রস্তুতের জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। ওই রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয়। ফরেনসিক রিপোর্টে মৃত দুই জনের শরীরেই বিষ পাওয়া গেছে।

তিনি আরও জানান, পরীক্ষায় অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের বিষ পাওয়া গেছে। এরপর বিষপানেই তাদের মৃত্যু হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহীর গোদাগাড়ীর নিমঘুটু গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক গুরুতর অসুস্থ হন ২৩ মার্চ। তারা নিজেরাই বিষপান করেছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন। ওই রাতেই অভিনাথ মারান্ডি নামে একজনের মৃত্যু হয়। আর চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার চাচাতো ভাই রবি মারান্ডি মারা যান।

অভিনাথ মার্ডি ও রবি মার্ডির পরিবারের দাবি, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি না পেয়ে ক্ষোভে ওই নলকূপের সামনেই দুই জনে বিষ পান করেন। স্বামীর মৃত্যুর ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম এবং রবির ভাই সুশীল মারান্ডি বাদী হয়ে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুটি মামলা করেন।

গোদাগাড়ী থানায় আত্মহত্যা প্ররোচনার ওই মামলায় অভিযুক্ত সাখাওয়াত হোসেন গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছে। এরই মধ্যে তাকে নলকূপ অপারেটরের পদ থেকে অব্যাহতি দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। কৃষি মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি এই ঘটনার তদন্তও করেছে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় ছিল পুলিশ।

এ ব্যাপারে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে আমরা ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি। এখন মামলার কার্যক্রম গতি পাবে।’

আরও খবর: দুই কৃষকের আত্মহত্যা: মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে অনিয়মের চিত্র  

 
/এমএএ/
সম্পর্কিত
কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা