X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

সালিশে গৃহবধূকে লাঠিপেটা, কারাগারে ইউপি সদস্য

বগুড়া প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ২০:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২০:৫৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সালিশ বৈঠকে গৃহবধূকে (৬০) লাঠিপেটার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নির্যাতনের শিকার ওই নারী সারিয়াকান্দি থানায় ৫ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর সকালে উপজেলার নারচি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সারিয়াকান্দি পৌরসভার উত্তর হিন্দুকান্দি এলাকার এক কবিরাজ ওই নারীর বাড়িতে যাতায়াত করেন। তিনি মাঝে মাঝে সেখানে রাত্রিযাপন করতেন। এলাকাবাসীর সন্দেহ, ওই বাড়ির একটি মেয়ের সঙ্গে কবিরাজের অনৈতিক সম্পর্ক আছে। আর এতে সহায়তা করেন মেয়েটির মা। সন্দেহের কারণে স্থানীয়রা শনিবার (২৩ এপ্রিল) বেলা ১০টার দিকে নারচি ইউনিয়নের গণকপাড়ার কৌডালার মালোপাড়ায় সালিশ বৈঠকের আয়োজন করে। ইউপি সদস্য তরিকুল ইসলাম ওই নারী ও কবিরাজকে দোষী সাব্যস্ত করেন। সালিশে কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা, মারধর ও কান ধরে ওঠবস করে ছেড়ে দেওয়া হয়। এরপর ইউপি সদস্য প্রকাশ্যে ওই নারীকে লাঠি দিয়ে মারধর করেন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নারচি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ আলী বান্টু বলেন, ইউপি সদস্য তরিকুল ইসলাম সালিশে ওই কবিরাজকে জরিমানা, মারধর ও কানধরে ওঠবস করান। এছাড়া ওই নারীকে লাঠিপেটা করা হয়। চেয়ারম্যানের দাবি, ইউপি সদস্য স্বজনদের চাপে এই কাজ করেছেন। এখানে তার কোনও দোষ নেই।

সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম জানান, এক নারীকে লাঠিপেটা করার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে ইউপি সদস্য তরিকুল ইসলাম, নির্যাতনের শিকার নারী ও তার মেয়েকে থানায় আনা হয়। এ ঘটনায় ওই নারী তরিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তরিকুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হেলমেট পরে সাংবাদিককে মারধর, পরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কারাগারে
জবির ১১ শিক্ষার্থীসহ ৭৫ জনকে মামলা থেকে অব্যাহতি
এক চিঠিতে আ.লীগ আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে করা ২৪১ মামলা প্রত্যাহার
সর্বশেষ খবর
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কাঁচা আম দিয়ে কীভাবে ডাল রান্না করবেন জেনে নিন
কাঁচা আম দিয়ে কীভাবে ডাল রান্না করবেন জেনে নিন
সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে: চিফ প্রসিকিউটর
সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে: চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে ঝুটের গুদাম ও ছাপা কারখানায় আগুন
নারায়ণগঞ্জে ঝুটের গুদাম ও ছাপা কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’