X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতনের ঘটনায় শিক্ষকের ‘লঘু দণ্ড’ হয়েছে, বলছেন শিক্ষক-শিক্ষার্থীরা

তৌসিফ কাইয়ুম, রাবি
৩০ মে ২০২২, ১৯:৪৫আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৩:১৫

যৌন নির্যাতনের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর চার বছরের ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করা হয়েছে। রবিবার (৩০) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

তবে সিন্ডিকেটের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলছেন, অভিযোগ প্রমাণিত হওয়ার পরও এমন লঘু শাস্তি আইওয়াশ। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ভবিষ্যতের জন্য একটি নেতিবাচক বার্তা তৈরি হলো। খোদ যৌন হয়রানি প্রতিরোধ সেলের আহ্বায়ক বলছেন, অপরাধের তুলনায় এটি খুবই লঘু শাস্তি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুন মাসে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই ছাত্রী ওই ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন যৌন হয়রানি প্রতিরোধ সেলে। যার পরিপ্রক্ষিতে ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক আবুল হাসান চৌধুরীকে আহ্বায়ক করে ইনস্টিটিউটের পক্ষ থেকে তিন সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। ওই বছরের ২১ জুলাই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। পরবর্তী সময়ে ওই বছরের আগস্টে তৎকালীন ছাত্র উপদেষ্টা ও যৌন হয়রানি প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বিষয়টি তদন্ত করেন। প্রায় আট মাস পর  প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজিনা লাজকে যৌন হয়রানি সেলের আহ্বায়ক করা হয়। তিনি দায়িত্ব নেওয়ার প্রায় দু বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে ১০ বছরের প্রমোশন ও ইনক্রিমেন্ট বন্ধের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেট থেকে গঠিত রিভিউ কমিটি শাস্তি কমানোর সুপারিশ করে। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সিন্ডিকেট সভায় চার বছরের প্রমোশন ও ইনক্রিমেন্ট স্থগিত করে।

এ বিষয় বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ছাত্রলীগের সভাপতি জান্নাত জানা বলেন, ‘যৌন হয়রানির মতো বড় ঘটনায় সিন্ডিকেটের দেওয়া শাস্তি খুবই নগণ্য। এর ফলে অন্য শিক্ষকরাও এ ধরনের  কাজ করতে তারা সাহস পাবেন। ছাত্রীরাও অভিযোগ দিতে ভয় পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, ‘গতকালের সিন্ডিকেটে আমরা দেখলাম জাল সনদ দেখিয়ে ছুটি নেওয়া ও বিধি বহির্ভূতভাবে কর্মস্থলের বাইরে থাকায় দুই শিক্ষিকাকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। অথচ একই সিন্ডিকেট নারী নিপীড়নের মতো ঘটনায় মাত্র চার বছরের প্রমোশন ও পদোন্নতি স্থগিত করেছে। এটি কোনও শাস্তি হতে পারে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘গতকালের সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মাঝে একটি নেতিবাচক বার্তা তৈরি হয়েছে। তারা এখন ভুক্তভোগী হলেও অভিযোগ করতে সাহস পাবেন না। কারণ বড় কোনও শাস্তি হয় না।’

২০১৯ সালে যৌন হয়রানি প্রতিরোধ সেলে আহ্বায়ক ছিলেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।  তিনি জানান, সে সময় অভিযোগটি আসার পর তারা বিভাগের প্রত্যেকটি শিক্ষক ও  ভুক্তভোগী ছাত্রীদ্বয়সহ কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেছেন। সবাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বিষ্ণু কুমারের দুটি ঘটনা জানতে পারেন।

সিন্ডিকেটে দেওয়া শাস্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক এই ছাত্র উপদেষ্টা বলেন, ‘অপরাধের তুলনায় এটি কোনও শাস্তিই হয়নি। ক্লাস-পরীক্ষা নেবেন না। বেতন নেবেন। কেবল চার বছর ইনক্রিমেন্ট ও প্রমোশন পাবেন না। এটি কোনও শাস্তি হতে পারে না। আমি মনে করি, শাস্তির নামে তাকে পুরস্কৃত করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক রেজিনা লাজ বলেন, ‘আমরা দশ বছরের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন রিভিউ কমিটি করে তা কমিয়ে নিয়েছে। আমরা মনে করি, এটি  যথোপযুক্ত হয়নি।’   

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘সিন্ডিকেটে যা হয়েছে সেটি আমরা যথোপযুক্ত মনে করেছি। এর বাইরে আমি কথা বলতে চাই না।’ 

 

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বশেষ খবর
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র