X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

১ টাকা ভাড়ায় রাজশাহী থেকে ঢাকায় আসছে আম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
১২ জুন ২০২২, ২২:৫৩আপডেট : ১২ জুন ২০২২, ২২:৫৩

তৃতীয়বারের মতো চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর স্টেশন থেকে বিকাল ৪টায় চালু হচ্ছে কম টাকায় আম বহনের বিশেষ ট্রেনটি। এ ট্রেনে এক কেজি এক টাকা ৩১ পয়সায় পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করে রহনপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মামুন ও চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, সোমবার বিকালে ৪টার দিকে রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করবেন। রহনপুর আর চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকায় এক কেজি আম পাঠাতে খরচ পড়বে এক টাকা ৩১ পয়সা।

রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক আসীম কুমার তালুকদার বলেন, ‘গত দুই বছর ধরে স্বল্প খরচে ম্যাংগো ট্রেন আম পরিবহন করছে। এ বছরও কম খরচে ঢাকায় আম পৌঁছাতে সরকার ম্যাংগো ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটিতে প্রতি কেজি আম পরিবহন করতে খরচ পড়বে ১.৩১ টাকা। আর রাজশাহী থেকে খরচ পড়বে মাত্র ১.১৭ টাকা।’

তিনি আরও বলেন, ‘এই ট্রেন প্রতিদিন বিকাল ৪টার দিকে রহনপুর থেকে যাত্রা শুরু করবে। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ঘণ্টাব্যাপী আম লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা হবে। আর রাজশাহী এসে আম নিয়ে রাত ৯টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে।’

রেল বিভাগের তথ্যমতে, করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২০ সালের ৫ জুন প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা এই ট্রেনে আম পরিবহন হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

২০২১ সালের ২৭ মে দ্বিতীয়বার ট্রেনটি চালু হয়। ট্রেনটি ওই বছরের ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ওই বছরে আম পরিবহন হয় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। সে বছর রাজস্ব আদায় হয়েছিল ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিনকমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল