X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি শুরু

পাবনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১

খাবার ও আর্থিক সংকটের কারণে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে ফ্রি শয্যায় ভর্তি কার্যক্রম শুরু হয় বলে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায় এক অফিস আদেশে জানিয়েছেন।

এতে বলা হয়েছে, পাবনা মানসিক হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হলো। হাসপাতালের বহির্বিভাগে পূর্বের মতো রোগী ভর্তির কার্যক্রম চলমান রাখার নির্দেশ দেওয়া হলো।

এর আগে খাবার ও আর্থিক সংকটের কারণে দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতালের ফ্রি শয্যায় রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে ফ্রি শয্যায় চিকিৎসাধীন রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পেইড শয্যায় রোগী ভর্তি চলছিল।

রবিবার হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে, শনিবার সকাল থেকেই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়।

রবিবারের আদেশে বলা হয়েছিল, আদালত থেকে হাসপাতালের টেন্ডার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করায় টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। যার কারণে রোগীদের পণ্য সরবরাহের জন্য ঠিকাদার নিযুক্ত হয়নি। ভর্তি রোগীদের পণ্য/খাবার সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রে ও সরাসরি জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা নির্দেশ না দেওয়ায় রোগীদের পণ্য/খাবার সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। ভর্তি রোগীদের পর্যায়ক্রমে বাড়িতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কনসালটেন্ট ও ওয়ার্ড চিকিৎসকদের নির্দেশ দেওয়া হলো।

বহির্বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এ কে এম‌ শফিউল আজম বলেন, পরিচালকের নির্দেশে আমরা ভর্তির কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আজকে (সোমবার) আবার স্যারের আরেক আদেশ পেয়ে ভর্তি কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে করছি।

হাসপাতালের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার এই হাসপাতালে এখন আনুমানিক ৪৮০ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৫০ জনের মতো পেইড বেডে ভর্তি। বাকি রোগীগুলো ফ্রি বেডের।

ডা. রতন কুমার রায় বলেন, আমরা অনেকবার বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি, কিন্তু লাভ হয়নি। বাধ্য হয়ে রোগী ভর্তি বন্ধ রেখেছিলাম। আমরা চাই দ্রুত বিষয়টি সমাধান হোক। গতকাল রোগী ভর্তি বন্ধ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ফলে আজকে থেকে আবারও রোগী ভর্তি কার্যক্রম শুরু করেছি।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুন রোজ এন্টারপ্রাইজ নামে পাবনা মানসিক হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে পণ্যের নাম উল্লেখ করা জটিলতা নিয়ে পাবনা জজ কোর্টে একটি মামলা করে। একই বছরের ২৯ জুন আদালত সার্বিক বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলে শুরু হয় জটিলতা।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা
মানবসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিদেশে চিকিৎসা ব্যয়ে ছাড়, পাঠানো যাবে ১৫ হাজার ডলার
সর্বশেষ খবর
আমেরিকান পণ্যে ‘শূন্য শুল্ক’ নিতে রাজি ভারত: ট্রাম্প
আমেরিকান পণ্যে ‘শূন্য শুল্ক’ নিতে রাজি ভারত: ট্রাম্প
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
টি-সিরিজে তাদের গান
টি-সিরিজে তাদের গান
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭