X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ফুটবল বিশ্বকাপ ট্রফির আদলে পূজামণ্ডপ

রাজশাহী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ২৩:৪৯আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২৩:৫০

আসন্ন কাতার বিশ্বকাপের ট্রফির আদলে পূজামণ্ডপ তৈরি করেছে রাজশাহীর টাইগার সংঘ। প্রতি বছর ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে এবার বিশ্বকাপের ট্রফির আদলে পূজামণ্ডপ সাজানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর রানীবাজার মোড়ে টাইগার সংঘের পূজার মণ্ডপটি এবার ২৬ ফিটের বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের পতাকা। ঠিক মাঝখানে আছে বাংলাদেশের পতাকা। পাশেই রয়েছে একতাবদ্ধের প্রতীক। ষষ্ঠীর মধ্য দিয়ে শনিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় দুর্গোৎসব। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজশাহী নগরী।

প্রতি বছর ব্যতিক্রমী মণ্ডপ সাজিয়ে আলোচনায় থাকে টাইগার সংঘ। রানীবাজার মোড়ে টাইগার সংঘের পূজার মণ্ডপটিতে প্যান্ডেলের রঙ ও ফিফার আয়োজনের অফিশিয়াল চারটি রঙ ব্যবহার করা হয়েছে। থিমের সাইজ ৪২ ফুট, চওড়া ৩০ ফুট। ট্রফিটি ২৬ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া।

এ বিষয়ে টাইগার সংঘের সভাপতি সুশীল কুমার আগারওয়াল বলেন, প্রতি বছর আমরা জনপ্রিয় বিভিন্ন থিম নিয়ে কাজ করি। আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের আদলে আমরা এ বছর মণ্ডপ সাজিয়েছি। আমাদের দেশের মেয়েরা এবার সাফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানাতে এই থিম বেছে নিয়েছি। গত বছর করোনা ও মাস্ক দিয়ে থিম করা হয়েছিল। এর আগে আইয়ুব বাচ্চুর মৃত্যুকে স্মরণ করে রূপালি গিটারে সাজানো হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাহুবলী, ক্রিকেট বিশ্বকাপ চলাকালে রয়েল বেঙ্গল টাইগারের মুখের অবয়ব দিয়ে মণ্ডপ তৈরি করেছি।

মণ্ডপটি এবার ২৬ ফিটের বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি করা হয়েছে

তিনি আরও বলেন, এবার মণ্ডপের প্যান্ডেল সাজানো হয়েছে ফিফার অফিশিয়াল চারটি রঙে। সামনে থাকবে ১২ জন প্লেয়ারের হাতে ফুটবল। যা ফুটবলের ১২টি দেশের প্রতিনিধিত্ব করবে। প্যান্ডেলে থাকবে কাতার বিশ্বকাপের মাসকাট ও বিশ্বকাপের লোগো। এই মণ্ডপের বাজেট আট লাখ টাকা। যা মূলত নিজেদের সংঘের মাধ্যমে এবং প্রবাসী কয়েকজন বন্ধুর সহযোগিতার মাধ্যমে সংগ্রহ করেছি। এছাড়া প্রতিটি মণ্ডপের জন্য সরকারি অনুদান থাকে।

রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ বলেন, গত দুই বছর করোনার কারণে কিছুটা সীমিত পরিসরে পূজা উদযাপন করতে হয়েছে। এবার কোনও রকম বাধা না থাকায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। মায়ের আশীর্বাদে এবার জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। রাজশাহীতে এবার ৪৫০টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে নগরীতে ৭৫টি। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, মহানগরী সম্প্রীতির শহর, শান্তির শহর। এখানে আগে কোনোদিন সম্প্রীতি বিনষ্ট হয়নি, এবারও হবে না। দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করাসহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পোশাকে, সাদা পোশাকে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থা ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন।

/এএম/
সম্পর্কিত
পূজার সময় গুরুতর আহত ৩ জন সুস্থ আছেন: মিটফোর্ড পরিচালক
বিএনপির সরকারের সময় মন্দিরে পাহারা লাগতো না: মির্জা আব্বাস
গোপালগঞ্জের শতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল