X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সীমান্ত দিয়ে আসা বিদেশি অস্ত্রের বড় চালান উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৭:১১আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৭:১১

রাজশাহীতে চারটি বিদেশি রিভলবার, তিনটি পিস্তল, চারটি ম্যাগাজিন, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে কাটাখালীর কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- কাটাখালীর কাপাশিয়ার পাহাড়পুর এলাকার মো. আব্দুল মতিনের ছেলে মো. আতিকুর রহমান (৩৫), তার সহযোগী নগরীর চরকাজলা এলাকার মো. ঝড়ু মিয়ার ছেলে মো. শাহীন আলী (২৫) ও নগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকার মো. নেকছার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৬)।

র‌্যাব-৫ এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পার্শ্ববর্তী এলাকায় আসছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসি অভিযানিক দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাবের দল কাপাশিয়া এলাকার একটি সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য আতিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার তিন জন

তিনি বলেন, পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে তার মুরগির খামারের পাশের একটি ছোট ঘর ও মুরগির খামার থেকে চারটি বিদেশি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, আট রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা, ১১০০ গ্রাম গান পাউডার, বোমা বা ককটেল তৈরির কাজে ব্যবহারের জন্য ৭৫০ গ্রাম ছোট ছোট পাথর, স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল, তারকাটা, দুই মোবাইল, চার সিম কার্ড, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যগুলো বের করে নিয়ে আসে। সেগুলো র‍্যাবের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কাটাখালী থানায় মামলা করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আসামি আতিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী মো. শাহীন আলী ও শহিদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্রগুলো নিয়ে আসতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মাধ্যমে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যগুলো সরবরাহ করতো। তাদের মূল টার্গেট রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের নামও উল্লেখ করে। তারা স্বাধীনতাবিরোধী একটি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী বলে জেনেছি। তাদেরকে ধরতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাদেরকে সেখানে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, স্বাধীনতাবিরোধী বিভিন্ন গোষ্ঠী আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এরই ধারাবাহিকতায় উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক দ্রব্যগুলো রাজশাহীতেই ব্যবহার করার জন্য সরবরাহ করা হচ্ছিল। দেশে অবৈধ বিদেশি অস্ত্রের চাহিদা বাড়ছে। এ জন্যই অবৈধ আগ্নেয়াস্ত্রের চালানও ইদানীং বেড়ে গেছে। গত তিন মাসে রাজশাহীতে অস্ত্র উদ্ধারের পরিসংখ্যানে দেখা গেছে, গত আগস্ট মাসে র‌্যাব-৫ ১৬টি, সেপ্টেম্বরে ৪০টি ও চলতি মাসের ইতিমধ্যেই বিশাল চালান ধরা পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী