X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

হত্যা মামলার এক যুগ পর ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৯:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৯:১৮

জয়পুরহাট সদরের রশিদার গ্রামে পারিবারিক কলহের জেরে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা দায়েরের এক যুগ পর সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার রশিদার বম্বু গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে মদন (৩৫), বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন (৩৮)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার বম্বু গ্রামের ইউনুস আলী সরকার (৫৩) রাতের খাবার খেয়ে গভীর নলকূপে যান। পরদিন সকালে নলকূপের ২০০ গজ দূরে পুকুর পাড়ে বাঁশঝাড়ের ভেতরে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আলম সরকার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তদন্ত শেষে ২০০৯ সালের সালের ৩ সেপ্টেম্বর আদালতে ছয় জনের নামে অভিযোগপত্র দেন। এর মধ্যে মদন, সাদ্দাম ও দেলোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অপর আসামি হাসান আলী (৪৬), বাবু (৪৫)  এবং নাসির উদ্দিন (৫৬) মামলা চলাকালীন মারা যান। দীর্ঘ শুনানিতে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে রায় দেন বিচারক।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আবু কায়ছার। বাদীপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘দীর্ঘ শুনানি ও ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ছয় আসামির দুজনকে খালাস, একজনের মৃত্যু হওয়ায় অব্যাহতি এবং তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল