X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রাজশাহীর সড়কে প্রাণ গেলো ৩ জনের

রাজশাহী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২০:০৬

রাজশাহীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর, মোহনপুর ও চারঘাট উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম (৩৮) নিহত হন। তিনি মোহনপুর উপজেলার হাটরা গ্রামের তজের মন্ডলের ছেলে। দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, ‘দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। নিহত আসাদুলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, বুধবার সকাল ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি কাদিরগঞ্জ এলাকার গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ বলেন, ‘পাবনার আমিনপুর থেকে মাইক্রোবাস নিয়ে আট ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহীতে এসেছিলেন। মাইক্রোবাস উল্টে তারা আহত হলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন।’

অপরদিকে, চারঘাট উপজেলায় ভ্যান ও মোটসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল ও ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকলচালক মতিহার থানার ধরমপুরের বুলবুল ইসলামের ছেলে সিয়াম (১৮) এবং ভ্যানচালক বাঘা উপজেলার হেলালপুর গ্রামের মৃত মইমুদ্দিনের ছেলে মাজদার রহমান (৫৫)।

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক মাজদার নিহত হন। আহত মোটরসাইকেলচালক সিয়ামকে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

/এএম/
সম্পর্কিত
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই