X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাহি নন, ত্যাগী নেতার হাতে নৌকার মনোনয়ন চান তৃণমূলের নেতারা

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
২৯ ডিসেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:০৯

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের পর ছয়টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সেগুলোতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে এমপি হতে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই নায়িকাকে আওয়ামী লীগের পক্ষ থেকেও মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে- দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যে তা স্পষ্ট।

এদিকে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে মাহিয়া মাহি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। মনোনয়নপত্র কেনার সময় ও গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন- তার স্বামী ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য রাকিব সরকার। স্ত্রীর জন্য তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

তবে মাহির হঠাৎ এমন ‘উড়ে এসে জুড়ে বসাকে’ ভালোভাবে দেখছেন না চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি, আসন্ন ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই দেওয়া হোক নৌকার মনোনয়ন।

এই নিয়ে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘দেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি প্রাচীন ও জনপ্রিয় রাজনৈতিক দল। তাই এ দলের পক্ষে যে কেউই মনোনয়ন চাইতে পারেন। আমরা আশা করি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয় রাজনৈতিক চিন্তাভাবনা থেকে বিচার-বিশ্লেষণ করেই নৌকার মনোনয়ন দেবেন।’

আরও পড়ুন: মাহিয়া মাহির মনোনয়ন চাওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, ‘আমরা চাই, দুর্দিনে যেসব ত্যাগী রাজনৈতিক নেতা তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, দলকে সংগঠিত করেছেন- এমন একজন নেতাকেই মনোনয়ন দেওয়া হবে। মাহিয়া মাহির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের কোনও সম্পর্ক নেই। তিনি যেমন আমাদের কাউকে চেনেন না, তেমনি আমরাও তাকে কখনও রাজনীতির মাঠে দেখিনি। নির্বাচনের এক মাস আগে হঠাৎ সক্রিয় হয়েছেন তিনি।’

গোমস্তাপুরের রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘মাহিয়া মাহির সঙ্গে আওয়ামী লীগ বা সহযোগী কোনও সংগঠনের সম্পর্ক নেই। পৌর বা ওয়ার্ড আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে তিনি চেনেন না। কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতার হাতে আমরা নৌকার মনোনয়ন দেখতে চাই। আমরা মাহির সঙ্গে নেই। যেসব নেতা আমাদের পাশে ছিল, আমরাও তাদের সঙ্গে আছি।’

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহিয়া মাহি

নাম প্রকাশ না করার শর্তে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন কাউকে মনোনয়ন দেওয়া আওয়ামী লীগের জন্য বিপদ সংকেত হিসেবেই আমরা মনে করি। এখানে অনেকেই রয়েছেন, যারা নিজ নিজ কর্মগুণে দলে সক্রিয় অবস্থান নিশ্চিত করেছেন। আশা করি, তাদের মধ্যেই কাউকে মনোনয়ন দেওয়া হবে।’

আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘মানুষ রাজনীতিকে আলু-পটলের মতো পণ্য মনে করেছে। যেটা ইচ্ছে হলে বাজারে গিয়ে কিনে নেওয়া যায়। রাজনীতিকে এমনটা মনে করা উচিত নয়। এমনটা হলে রাজনীতিবিদদের রাজনীতি করার দরকার নেই। রাজনীতি করার একটি সুষ্ঠু প্রক্রিয়া রয়েছে। তা অনুসরণ করে মাহিয়া মাহি আওয়ামী লীগে আসার পর এসব কর্মকাণ্ড করলে তা মানানসই ছিল। যেসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় তাদেরকে নৌকার মনোনয়ন দিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।’

গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি গোলাম মোস্তফা বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে কেউ নৌকার মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মাহির গণসংযোগ ও পথসভা শুরুর পর থেকে স্থানীয় নেতাকর্মীরা আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করছেন। এ নিয়ে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, ‘নৌকার মনোনয়ন দেওয়ার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে। তিনি যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই কাজ করবো।’

আরও পড়ুন: মাহিকে আ.লীগের মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ওই আসনের সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান বলেন, ‘আমাদের বিব্রত হওয়ার কিছু নেই। এটা দলের সিদ্ধান্ত। দল যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মাথা পেতে নেবো। জাতির পিতার আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ করতে চায়- এতে আমি দোষের কিছু দেখি না।’

এদিকে, আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।’

জানা গেছে, কিছু দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। এতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ছয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এফআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!