X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দিতেন তারা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭

জয়পুরহাটের আক্কেলপুরে র‌্যাবের পৃথক অভিযানে সেনাবাহিনী ও প্রাথমিকে শিক্ষক পদে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে ৪ প্রতারককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে জয়পুরহাটেরর আক্কেলপুর উপজেলার কলেজ বাজার এলাকা হতে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য আক্কেলপুর পৌরসভার মৃধাপাড়া স্কুল পাড়ার বজলুর রশিদের ছেলে রায়হানুল হক মৃধা (৪২), কেশবপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে, জুয়েল হোসেন (৩৭) ও নজরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেনকে (৩৮) আটক করা হয়েছে।

রায়হানুল হক মৃধা ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। যারা ২০১৪ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। সে নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দেয়। সে প্রার্থীদের আশ্বস্ত করে যে ঢাকা সেনানিবাসের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। অন্য আসামি  জুয়েল এবং ফিরোজ অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা রায়হানকে দেয়। ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এরপর র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাদেরকে আটক করে।

সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দিতেন তারা

অপর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন তিলকপুর বাজার এলাকা হতে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে তিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা আক্কেলপুর উপজেলার তিলকপুরের মৃত উজির উদ্দিনের ছেলে নুরনবীকে (৪০) আটক করা হয়েছে।

২০১৮ সাল থেকে দরিদ্র লোকদের সঙ্গে প্রতারণামূলক কার্যকলাপ করছে মূলহোতা নুর নবী ও ওয়াকিল উদ্দিন। নুর নবীর চাচাতো ভাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে সুযোগ কাজে লাগিয়ে চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে প্রাথমিক বিদ্যালয়েরর চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। আর ওয়াাকিল উদ্দিন তার সহকারী হিসেবে জাল কাগজপত্র তৈরির দায়িত্ব পালন করতো। নুর নবী ২০২১ সালে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য ভিকটিম শাহজাহান আলীর (২৮) কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। পরে ওয়াকিল উদ্দিনের মাধ্যমে তাকে মিথ্যা নিয়োগপত্র দেয়। ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন ভুক্তভোগী। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পে অভিযোগ করেন। এরপর র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল জাল কাগজপত্রসহ তাকে আটক করে।

এ বিষয়ে ধৃতদের বিরুদ্ধে  জয়পুরহাটের আক্কেলপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
সোমবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ
সোমবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি