X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কার্যালয়ে এসে দণ্ডপ্রাপ্তের নাম পাল্টে ফেললেন ইউএনও

বগুড়া প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৮:৩৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:০৮

বগুড়ায় করতোয়া নদী ভরাট করে সড়ক নির্মাণের দায়ে বেসরকারি সংস্থা টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক নজিবর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এ সাজা দিলেও সন্ধ্যায় নিজ কার্যালয়ে বসে দণ্ডপ্রাপ্তের নাম পরিবর্তন করে মম ইন ইকোপার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলামকে দায়ী করেন।

জরিমানার টাকা পরিশোধ না করায় জাকিরুলকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে মানুষ খুশি হলেও পরে রায় পরিবর্তন করে অন্যজনকে জেলে পাঠানোর ঘটনায় নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ইউএনও এই ঘটনাকে ‘সঠিক’ উল্লেখ করলেও আইনজীবীরা বলছেন, ‘অন্যায় ও আইনের দৃষ্টিতে অবৈধ’।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএসের মম ইন ইকোপার্কের ভেতরে দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আবর্জনা ফেলে নদী ভরাট করে রাস্তা নির্মাণ, নদীর গতিপথ পরিবর্তনসহ বিভিন্ন অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে বগুড়া সদরের ইউএনও ফিরোজা পারভীন গত শনিবার ওই পার্কে অভিযান চালান। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম ঘটনাস্থলে এসে দাবি করেন, ভরাট করা জায়গাটি তার। আর এলাকাবাসীর পারাপারের স্বার্থে করতোয়া নদীতে রাস্তা নির্মাণ করেছেন। পরে তিনি আদালতকে মুচলেকা দেন যে জায়গাটি মাপ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

সোমবার ইউএনও আবারও ঘটনাস্থলে যান। সেখানে বগুড়া পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিস ও টিএমএসএসের সার্ভের এবং দায়িত্বশীল কর্মকর্তারা করতোয়া নদীর সীমানা চিহ্নিত করেন। এলাকাবাসী সাক্ষ্য দেন, রাস্তাটি টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম নির্মাণ করছেন। ফোনে হোসনে আরা বেগম দাবি করেন, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ ওই স্থানে আবর্জনা ফেলছে।

এই বিষয়ে ইউএনও মেয়রকে জিজ্ঞাসা করেন। মেয়র রেজাউল করিম বাদশা ইউএনওকে জানান, টিএমএসএসের নির্বাহী পরিচালকের ইচ্ছা অনুসারে আবর্জনা ফেলা হচ্ছে।

এদিকে মুচলেকা দেওয়ার পরও আবর্জনা ও মাটি ফেলা অব্যাহত, নদী দখল করে রাস্তা নির্মাণ করায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ ধারায় টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক ঠেঙ্গামারা এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে নজিবর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, সন্ধ্যায় টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা মম ইন ইকোপার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে যান। তিনি রায় পরিবর্তনের জন্য আলোচনা করেন। এ সময় নজিবর রহমানকে পরিবর্তন করে জাকিরুলকে আসামি করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়। আসামি পরিবর্তনের বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

এই বিষয়ে বগুড়া আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবদুল লতিফ ববি জানান, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিকভাবে শাস্তির বিধান রয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার পর সেখানে যাকে পাওয়া যাবে তাকেই শাস্তি দিতে হবে। পরে রায় পরিবর্তন করে অন্য কাউকে সাজা দেওয়ার সুযোগ নেই। এটা আইনের দৃষ্টিতে অবৈধ ও ন্যায় বিচার পরিপন্থি। একই ধরনের মন্তব্য করেছেন জেলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাসিম আহমেদ।

এ প্রসঙ্গে ইউএনও ফিরোজা পারভীন জানান, ঘটনাস্থলে সবাই তথ্য দিয়েছিলেন নজিবর রহমান দায়ী। তাই তাকে জরিমানা অনাদায়ে জেল দেওয়া হয়েছিল। পরে জানা যায়, এর সঙ্গে ইকোপার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলাম জড়িত। তাই তাকে আসামি করা হয়েছে। জরিমানা না দেওয়ায় জেলে পাঠানো হয়েছে। এতে আইনি জটিলতা দেখা দেয়নি।

/এফআর/
সম্পর্কিত
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
পাটের বস্তা ব্যবহার না করায় ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা
নকল সিগারেট বিক্রির দায়ে জেল-জরিমানা
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি