X
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

‘আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে কাজ করছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ১৬:০৫আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৬:০৬

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের কারণে জনগণ বর্তমান সরকার ও আওয়ামী লীগের সঙ্গে আছে। ইনশা আল্লাহ আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনও সুযোগ নেই। আমাদের লক্ষ্য দুইটি, বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করবো ও শান্তির-উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ গড়বো। সে লক্ষ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা রাজনৈতিকভাবে ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে কাজ করছে।’

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুলে একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

‘একদফা হোক বা বহু দফা হোক বিএনপির কোনও আন্দোলনে সফল হবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচন দেশের সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু নির্বাচন। সেটাও বিএনপি মানেনি। সেদিন থেকেই আন্দোলন শুরু করেছে। ২০১৪ সাল থেকে বাড়িতে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, ১৫ সালে ৩০০ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। পাক বাহিনীর চেয়েও বর্বর, নির্মম, নিষ্ঠুর বিএনপির সন্ত্রাসী কার্যক্রম। এখন তারা ক্ষেত্র প্রস্তুত করেছে নিরপেক্ষ নির্বাচনের। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। জনগণ পাশে না থাকলে আন্দোলন করে কেউ কোনোদিন সফল হয়নি।’

তিনি বলেন, ‘২০১১ সাল থেকে প্রতিদিনই সমাবেশ করছে বিএনপি। এখন তাদের পায়ের নিচে মাটি নেই। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। যতই সমাবেশ করুক না কেন, তারা এই কবর থেকে উঠতে পারবে না।’

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটেটর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াসমিন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছায়েদুল হাসান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আন্তর্জাতিক মহলও বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী
বিএনপি গণতন্ত্র ও রাজনীতির নামে গাড়িতে আগুন দেয়: কৃষিমন্ত্রী
বিএনপির কোনও নিরীহ নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
গাজা থেকে দেশে ফিরেছেন ১৭ থাই জিম্মি
গাজা থেকে দেশে ফিরেছেন ১৭ থাই জিম্মি
বদি যদি আমাকে সন্তান হিসেবে মেনে নেন, তাহলে মনোনয়ন প্রত্যাহার করবো
বদি যদি আমাকে সন্তান হিসেবে মেনে নেন, তাহলে মনোনয়ন প্রত্যাহার করবো
নেতৃত্ব পাওয়ার পর কেন্দ্রীয় চুক্তিতে শান মাসুদের পদোন্নতি
নেতৃত্ব পাওয়ার পর কেন্দ্রীয় চুক্তিতে শান মাসুদের পদোন্নতি
শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার
শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
কমিয়ে ডলারের দাম নির্ধারণ
কমিয়ে ডলারের দাম নির্ধারণ