X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
একসঙ্গে চার প্রবাসীর মৃত্যু, স্বজনদের আহাজারি

অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পাঠিয়েছি, সব চুরমার হয়ে গেলো

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৫ জুলাই ২০২৩, ২৩:৪৫আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২৩:৪৯

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিমি পূর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে চার জনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তিন ইউনিয়নে। তাদের মৃত্যুতে বাড়িতে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে কাঁদছেন স্বজনরা। 

মারা যাওয়া চার জন হলেন—বাগমারার ঝিকরা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, যোগিপাড়া ইউনিয়নের বড় মাধাইমুরি কাতিলা গ্রামের আনিসুর রহমান সরদারের ছেলে মো. ফিরুজ আলী সরদার, বারইহাটি গ্রামের জফির উদ্দিনের ছেলে মো. রুবেল হোসাইন এবং তার ভাতিজা একই গ্রামের শাহাদাত হোসাইনের ছেলে মো. আরিফুল ইসলাম। 

শনিবার (১৫ জুলাই) বিকালে ফিরুজ আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনরা বিলাপ করছেন। বাবা অনবরত কাঁদছেন। ফিরুজের স্ত্রী হোসনে আরা বারবার মূর্ছা যাচ্ছেন। তার দুই শিশুসন্তানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশীরা।

আনিসুর রহমান সরদার বলেন, ‘প্রতিবেশী ফিরোজও সৌদিতে থাকে। তার মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পেয়েছি। সেখান থেকে নিয়মিত খবর দিচ্ছিল ফিরোজ। তবে প্রশাসনের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ছেলেকে হারিয়ে আমার সব শেষ হয়ে গেলো। কিছুই চাওয়ার নেই, শুধু ছেলের লাশটা চাই।’

তিনি বলেন, ‘ছেলে কিছু টাকা জমিয়ে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সৌদি গিয়েছিল। এর আগে অন্য কারখানায় চাকরি করতো। নতুন কারখানায় শুক্রবারই প্রথম কাজে যোগ দেয়। যোগদানের প্রথম দিনেই ছেলের মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে।’

যোগিপাড়া ইউনিয়নের সদস্য (মেম্বার) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আনিসুর রহমানের দুই ছেলে। এর মধ্যে ফিরুজ আলী সৌদিতে থাকতো। তার ছোট ভাই ফারুক সিঙ্গাপুরে থাকে। ফিরুজের মৃত্যুতে তার দুই শিশুসন্তান এতিম হয়ে গেলো। এলাকাবাসী হিসেবে একটাই দাবি, তার লাশটা যেন দ্রুত দেশে আনা হয়।’

মারা যাওয়া চার জন—সাজেদুল ইসলাম, ফিরুজ আলী সরদার, রুবেল হোসাইন এবং আরিফুল ইসলাম

এদিকে, সাজেদুল ইসলাম, রুবেল ও আরিফুলের বাড়িতে চলছে শোকের মাতম। দুপুরে আরিফুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা শাহাদাত হোসাইন।

সাজেদুলের স্ত্রী রিপা বিবি বলেন, ‘২০১৬ সালে সৌদি গেছেন সাজেদুল। তার মৃত্যুতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাদিয়া কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। সাজেদুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে আমরা অসহায় হয়ে গেলাম। এখন আমাদের কে দেখবে।’

রুবেলের ভাই জাবের আলী বলেন, ‘শুক্রবার মৃত্যুর খবর পেয়েছিলাম। তবে নিশ্চিত হতে পারিনি। আজ সকালে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না।’

আরিফুলের বাবা বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। তার মৃত্যুতে সব চুরমার হয়ে গেলো। আর কিছুই রইলো না। একটাই চাওয়া, ছেলের লাশটা যেন পাই।’

স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম সরকার বলেন, ‘রুবেল প্রায় একযুগ ধরে সৌদিতে থাকে। বছর তিনেক আগে তার ভাতিজা আরিফুল সৌদি যায়। রুবেল বিবাহিত। পাঁচ বছরের এক ছেলেসন্তান আছে। তবে আরিফুল অবিবাহিত। লাশগুলো যেন দ্রুত দেশে আনা হয়, আর পরিবারগুলো যেন ক্ষতিপূরণ পায়। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‌‘বাগমারার এসি ল্যান্ডকে নিহতদের বাড়িতে পাঠিয়েছিলাম। সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয়ভাবে এ বিষয়ে আমার মন্তব্য করার কোনও সুযোগ নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাস নিশ্চয় বিষয়টি দেখবে। শ্রম আইন অনুযায়ী পরিবারগুলো ক্ষতিপূরণ পেতে পারে।’

এর আগে শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে আলআহসা ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন বাংলাদেশি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ও দুই জন আহত হন।

 

/এএম/
সম্পর্কিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে