বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রবিবার (১ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ নিশ্চুপ বসে থাকবে না। এ দেশের মানুষ যে দাবিতে মাঠে নেমেছে সেটির ব্যত্যয় ঘটলে সরকারের পালানোর সুযোগ থাকবে না। খালেদা জিয়াকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। এর ফয়সালা রাজপথেই হবে। সরকার ক্ষমতা থেকে নামলে চরম মূল্য দিতে হবে ভেবে তারা খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। তাছাড়া যখন আমেরিকা ভিসানীতি প্রয়োগ করা শুরু করেছে, তখনই বর্তমান সরকার উল্টাপাল্টা কথা বলছেন।’
বক্তারা আরও বলেন, ‘ক্ষমতাসীন সরকার ক্ষমতায় এসে নানা অপকর্ম করছে। দেশের টাকা বিদেশে পাচার করছে। ব্রিটিশ ও পাকিস্তানি শাসনের অবসান হলেও তাদের দোসরদের কারণে আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে।’ অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিও জানান তারা।
ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার উপদেষ্টা এমএ মালেককে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে চায়ের দাওয়াতে বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হবে। কিন্তু তিনি এখন আদালতের কথা বলছেন। বিশ্ববাসীর সামনে ওয়াদা করে প্রধানমন্ত্রী ওয়াদা ভঙ্গ করছেন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হোক। তা না হলে কোনও কিছু ঘটে গেলে এদেশের মানুষ রাস্তায় নেমে আসবে। আর তার সমস্ত দায়ভার এই সরকারকেই নিতে হবে।’
রাবি শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খানের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান, সাবেক সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ ও নির্বাহী সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।