বগুড়া সদরে চোর সন্দেহে জয় ইসলাম (১৭) নামে এক কিশোরকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরুইল গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় আনা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, নিহত জয় ইসলাম বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তিনি রবিবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে মন্টুর ভাই আশরাফুল ঘর থেকে বের হন। এ সময় জয় ভয়ে কাঁঠাল গাছের ওপরে ওঠেন। তখন মন্টু ও তার ভাই আশরাফুল তাকে (জয়) গাছ থেকে নামিয়ে মারধর শুরু করেন।
বাড়িতে চোর ঢোকার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। সবাই গণপিটুনি দিলে রাত ১০টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মন্টু ও আশরাফুল বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ জয়ের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বাড়িতে ঢোকায় চোর সন্দেহে জয় নামে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।