X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মনোনয়ন পাননি বাবা, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ছেলে

বগুড়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১২:১৩আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৩

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ওই আসনের মনোনয়নবঞ্চিত এমপি হাবিবর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) ধুনট উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

এলাকায় গুঞ্জন ছড়িয়েছে, বাবাকে নৌকার টিকিট না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসিফ ইকবাল সনি এ গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ায় তিনি মনোনয়ন জমা দেবেন। নেত্রী প্রত্যাহার করতে নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৮ সালের নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির শাহজাহান আলী তালুকদার এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতা পরিবহন ব্যবসায়ী গোলাম মোহাম্মদ সিরাজ এমপি হন। ওই কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের শোচনীয় পরাজয় ঘটে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে নৌকা মার্কায় নির্বাচিত হন সাবেক পুলিশ সুপার হাবিবর রহমান। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে দ্বিতীয়বার ও ২০১৯ সালের একাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। এতে মজনু শিবিরে আনন্দের জোয়ার বইলেও মনোনয়নবঞ্চিত এমপি হাবিবর রহমান শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা ডাকেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানান। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) ধুনটে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

তবে মজিবর রহমান মজনুর সমর্থকরা এটিকে ভিন্ন চোখে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা দাবি করেন, নেতার (মজনু) ক্ষতি করতেই এমপি হাবিবর তার ছেলে সনিকে প্রার্থী করছেন।

নির্বাচনে নৌকার প্রার্থী মজিবর রহমান মজনুর ক্ষতি করতে আপনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কি? এমন প্রশ্নে আসিফ ইকবাল সনি দাবি করেন, তিনি কারও প্রতিদ্বন্দ্বী বা ক্ষতি করতে প্রার্থী হচ্ছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও বিশ্বের দরবারে গ্রহণযোগ্য করতেই তিনি প্রার্থী হচ্ছেন।

তিনি বলেন, আমার বাবাকে তিনবার নৌকার মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞ। নেত্রী নির্দেশ দিলে তৎক্ষণাৎ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন বলেন, এমপি হাবিবর রহমানের বয়স হয়েছে। তাই নেতাকর্মীদের সিদ্ধান্তে সনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এখানে কোনও ষড়যন্ত্র নেই। সনি প্রার্থী হওয়ায় মজিবর রহমান মজনুর কোনও ক্ষতি হবে কি না তা ভোটের পর বোঝা যাবে। তবে নেত্রী চাইলে সনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে