X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিপুল ভোটে জিতে আমরা হাসবো, চৌধুরী সাহেব একলা কাঁদবেন: মাহি

রাজশাহী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ২৩:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২৩:২৯

নির্বাচনে আসা-না আসা নিয়ে বিগত কয়েক বছর ধরে আলোচনায় থাকা ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির নাম শুনলেও নিজ চোখে অনেকেই দেখেননি। ভোট চাইতে বাড়ির সামনে নায়িকাকে দেখে রীতিমতো ভিড় জমছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির প্রচারণায়।

ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রতিদিনই ভোট চাচ্ছেন মাহি। তিনি বলেন, ‘সুখে-দুঃখে সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। কাজ করতে চাই সবার কল্যাণে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি ও পাচ্ছি। ৭ জানুয়ারি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে আমরা সবাই হাসবো, আর চৌধুরী (নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী) একলা একলা কাঁদবেন। ওই চৌধুরীকে বিপুল ভোটের মাধ্যমে আমরা পরাজিত করবো, ইনশাআল্লাহ। আপনারা ট্রাক মার্কায় ভোট দেবেন।’

রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় গোদাগাড়ী পৌর এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন মাহি। এবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন তিনি।

মাহি বলেন, ‘চৌধুরী ও অন্যায়ের বিরুদ্ধে আমার এবারের ভোট। যে চৌধুরী শিক্ষককে অপমান করে, সে চৌধুরীকে মানুষ চায় না। আমার কৃষক ভাইয়েরা পানির অভাবে কৃষি কাজ করতে পারে না। এই বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা। মা-বোনেরা পানি পান না। অথচ সরকারের কোটি কোটি টাকা এখানে বরাদ্দ হয় পানির জন্য। এই টাকা কোথায় যায়? আমি আমার ভাইদের বলতে চাই, আমাকে জয়ী করলে বরেন্দ্র ভূমিতে পানির যে সমস্যা আমি সেই সমস্যা সমাধান করবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমি আর কিছু না পারি, সবাইকে সম্মান করতে পারবো। মাসে একবার হলেও আপনাদের পাশে বসতে পারবো। সুখ-দুঃখের কথা শুনতে পারবো।’

এ চিত্রনায়িকা আরও বলেন, ‘আল্লাহ আমাকে অনেক বড় লোক বানায় নাই। কিন্তু অনেক বড় মন দিয়েছেন, আপনাদের ভালোবাসার। যে মনটা দিয়ে আপনাদের ভালোবাসতে পারবো, ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের সব সময় ভয় দেখিয়ে রাখা হয়। আতঙ্কের মধ্যে রাখা হয়। আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই।’

রাজশাহী-১ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী  (নৌকা প্রতীক), স্বতন্ত্র শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি (ট্রাক প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির নুরুন্নেসা (আম প্রতীক), জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপির জামাল খান (সোনালি আঁশ প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আল সামাদ (টেলিভিশন প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সামসুজ্জোহা বাবু (নোঙর প্রতীক), স্বতন্ত্র মো. গোলাম রাব্বানী (কাঁচি প্রতীক) এবং স্বতন্ত্র মো. আখতারুজ্জামান (ঈগল প্রতীক)।

/কেএইচটি/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল