X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

গোখাদ্যে রঙ মিশিয়ে গুঁড়ো হলুদ-মরিচ তৈরি

বগুড়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২১:৩৮আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২১:৩৮

বগুড়া শহরের রাজা বাজারে আবারও মুন্সি হলুদ মিলে গোখাদ্যের সঙ্গে রঙ মিশিয়ে গুঁড়ো মরিচ ও হলুদ তৈরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ মার্চ) বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন।

সেখান থেকে ১০ বস্তা পশুখাদ্য, পাঁচ বস্তা গুঁড়া মরিচ, ছয় বস্তা গুঁড়ো হলুদ ও পোকা খাওয়া ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়েছে। অভিযান টের পেয়ে মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

অভিযোগ উঠেছে, আদালতের সঙ্গে বাজারের লোকজন থাকায় অভিযানের তথ্য আগেই ফাঁস হয়ে যাচ্ছে। ফলে এসব অপরাধে জড়িতরা ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আদালত ও বাজার সূত্র জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিবার বিকালে শহরের রাজা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। সেখানে গোখাদ্যে রঙ মিশিয়ে গুঁড়ো হলুদ ও মরিচ তৈরি করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। মিল থেকে ১০ বস্তা পশুখাদ্য, পাঁচ বস্তা গুঁড়ো মরিচ, ছয় বস্তা গুঁড়ো হলুদ ও পোকা খাওয়া ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, গত বছরও এ মিলে অভিযান চালানো হয়েছিল। তখন অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়ো তৈরির অপরাধে মালিককে জরিমানা এবং সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি অধিক লাভের আশায় একইভাবে গুঁড়ো মরিচ এবং হলুদ তৈরি ও বিক্রি করে আসছিল। এ কারণে আদালত মিলটি সিলগালা করেছেন।

অভিযানের সময় আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, আদালতের অভিযান পরিচালনাকালে সমিতির নেতৃবৃন্দকে দেখা যায়। এ কারণে অভিযানের তথ্য আগেই ফাঁস হয়ে যাচ্ছে। ফলে অপরাধীরা বারবার অপরাধ করেও বেঁচে যাচ্ছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ
দাখিল পাস করে ডাক্তার সেজে চালাতেন ক্লিনিক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
দূষণরোধী অভিযান: ২৫ কোটি টাকা জরিমানা, ৬৭০ ইটভাটা বন্ধ
সর্বশেষ খবর
চিন্ময় দাসের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
চিন্ময় দাসের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
ভারত থেকে এসেছে কচুরমুখি
ভারত থেকে এসেছে কচুরমুখি
শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে: প্রধান উপদেষ্টা
শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে: প্রধান উপদেষ্টা
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা