X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি ও দুই উপজেলা চেয়ারম্যান

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১০:১১আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:১১

বগুড়ার সোনাতলায় বিজয় মিছিলে নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হাসানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নিহতের বাবা শাহীন আলম সোনাতলা থানায় এ মামলা করেন।

এজাহারে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান, তার ছেলে সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল ও ভাই সোনাতলা উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনকে প্রধান আসামি করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরাঞ্জন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মাহফুজ আলম সোহেল, দিগদাইড় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান পলাশ, সোনাতলা ঘোড়াপীড় এলাকার ডা. ওসমান আলীর ছেলে মিনহাজুল ইসলাম ছাড়াও গাবতলী উপজেলার বেশ কয়েকজন নেতাকর্মী।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় বিজয় মিছিল বের করা হয়। এ সময় আন্দোলনকারী ও দুর্বৃত্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র সাব্বির হাসান।

সাব্বির বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শাহীন আলমের ছেলে ও সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির ছাত্র। স্বজনরা লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন।

এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার বাদশা জানান, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগের পর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যানের নতুন বাংলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীরা এলাকাছাড়া হন। তাই ১৭ কিলোমিটার দূরের ওই হত্যার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় তাদের আসামি করা হয়েছে।

দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরাঞ্জন চন্দ্র রায় বলেন, ‘নিহত সাব্বির হাসান তার রাইস মিলে লুটপাটের জন্য এলে জনতার প্রতিরোধের মুখে সে নিহত হয়।’

বাদীর উদ্ধৃতি দিয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, গত ৫ আগস্ট বিজয় মিছিল চলাকালে আসামিরা স্কুলছাত্র সাব্বির হাসানকে বার্মিজ চাকুর আঘাতে হত্যা করে। এ ব্যাপারে কেউ পুলিশকে অবহিত করেনি। বাদীর মামলা তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের