X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রেমিকাকে নিয়ে গেলো পরিবার, বাসের নিচে ঝাঁপ দিলেন প্রেমিক

বগুড়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১

পালিয়ে আসা প্রেমিকাকে অভিভাবকরা ফিরে নিয়ে যাওয়ায় অভিমানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন নাহিদ হোসেন (২০) নামে এক তরুণ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বগুড়ার আদমদীঘির শিবপুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কুড়াহাল গ্রামের প্রবাসী হাবিল মন্ডলের ছেলে। তার মোবাইলে মুন্সীগঞ্জের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে ওই মেয়ে গত ৮ সেপ্টেম্বর প্রেমিক নাহিদের বাড়িতে চলে আসেন। এরপর প্রেমিকাকে নিয়ে নওগাঁর দুবলাহাটি গ্রামে নানার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন।

এদিকে প্রেমিকার স্বজনরা টের পেয়ে ওই রাতেই মাইক্রোবাস নিয়ে নাহিদের বাড়িতে আসেন। সেখানে না পেয়ে তারা নওগাঁর দুবলাহাটি গ্রামের নাহিদের নানার বাড়িতে যান। স্বজনরা দুই জনকে বিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর সোমবার সকালে মাইক্রোবাসে নাহিদকে নিয়ে মুন্সীগঞ্জের দিকে রওনা দেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার আদমদীঘি ফায়ার স্টেশনের কাছে শিবপুর এলাকায় পৌঁছালে তারা কৌশলে নাহিদকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে চলে যান। প্রেমিকাকে হারিয়ে অভিমানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নাহিদ হোসেনের মা নাসিমা বেগম জানান, ওই মেয়ের স্বজনরা প্রেমের সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দেন। তারা ফিরে যাওয়ার পথে কৌশলে নাহিদকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। এতে অভিমানে তার ছেলে নাহিদ বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মুন্সীগঞ্জের কোথায় মেয়ের বাড়ি সে সম্পর্কে তাদের কিছু জানা নেই।

আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, আত্মহত্যার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাঁদতে কাঁদতে অসুস্থ সেই শহীদকন্যার মা ও বোন, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’