X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি

আক্কেলপুরে ১৪৪ ধারা জারি

জয়পুরহাট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৯:২৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২১:৫২

জয়পুরহাটের আক্কেলপুর পৌর বিএনপির দুই পক্ষ এক স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে। সন্ধ্যায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।

তিনি বলেন, ‘বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌর বিএনপি বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের ঘোষণা দেয়। সকাল থেকে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ডেকোরেটর দিয়ে সাজানো হয়। এর আগে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর বিএনপির একটি অংশ পকেট কমিটি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ এনে শহরে বিক্ষোভ ও সমাবেশ শেষে আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানায়। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টা প্রতিবাদ সমাবেশের আহ্বান ডাকে তারা। এ নিয়ে উপজেলা ও পৌর বিএনপির দুটি আলাদা পক্ষের নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এর মধ্যে একপক্ষের নেতা আক্কেলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম কেরামত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আক্কেলপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডে ভিন্ন-ভিন্নভাবে কমিটি গঠনের দাবি জানানো হয়। কিন্তু বর্তমান কমিটি সেটি না করে দলীয় নিয়ম না মেনে একই স্থানে তিনটি ওয়ার্ডের কমিটি গঠনের প্রস্তুতি নেয়। এর প্রতিবাদে ফারুক হোসেন নামে এক বিএনপি নেতা রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশের ডাক দিলে প্রশাসন ওই স্থানসহ এক কিলোমিটারজুড়ে ১৪৪ ধারা জারি করেছে।’

আরেকপক্ষের নেতা আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠনের জন্য রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নির্ধারণ করেছিলাম। দলের একটি পক্ষ ইচ্ছে করে একই স্থানে সমাবেশ ডেকেছে। এ কারণে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। আমরা আইন মেনে অন্য কোনও স্থানে কমিটি গঠন করবো।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির বিবাদমান দুটি পক্ষ একই স্থানে দলীয় কর্মসূচি ডেকেছে। প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে। এজন্য রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বলবৎ আছে। কেউ আইন ভেঙে সভা-সমাবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
সর্বশেষ খবর
‘এত আনন্দ, বলে বোঝানোর মতো না’
‘এত আনন্দ, বলে বোঝানোর মতো না’
তিন মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
তিন মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড
স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল