X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মেয়েদের ফুটবল খেলা নিয়ে ভাঙচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা, বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

জয়পুরহাট প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজন কেন্দ্র করে মাঠে ভাঙচুরের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে ওই ঘটনার জন্য মুসল্লিদের পক্ষে তিলকপুর পুরাতন বাজার জামে মসজিদের খতিব আব্দুস সামাদ ও বাচ্চা হাজি মাদ্রাসার পরিচালক আবু বক্কর সিদ্দিক ক্ষমা চেয়েছেন। সেইসঙ্গে মেয়েদের খেলায় বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ভাঙচুরের ঘটনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা নারীদের ফুটবল ম্যাচ আয়োজক কমিটি, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ছাত্রীদের সঙ্গে কথা বলেন। 

উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ, অতিরিক্ত পরিচালক (উপসচিব) মনির হোসেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

উপসচিব দেবী চন্দ প্রথমে আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় টি স্টার ক্লাবের সভাপতি বিএনপি নেতা সামিউল হাসান, সাধারণ সম্পাদক খাজা মণ্ডল, তিলকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, তিলকপুর পুরাতন বাজার জামে মসজিদের খতিব আব্দুস সামাদ ও বাচ্চা হাজি মাদ্রাসার পরিচালক আবু বক্কর সিদ্দিকের কথা শোনেন। ভাঙচুরের ঘটনার জন্য অনুতপ্ত হয়ে মুসল্লিদের পক্ষ থেকে আব্দুস সামাদ ও আবু বক্কর সিদ্দিক দুঃখ প্রকাশ করেন। সেইসঙ্গে নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা দেবেন না বলে জানান তারা।

গণশুনানিতে উপসচিব দেবী চন্দ বলেন, ‘২৮ জানুয়ারির ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে। আমরা সরেজমিন তদন্তের জন্য এখানে এসেছি। সর্বস্তরের জনগণের সঙ্গে গণশুনানি করছি। শুনানিতে আমরা সবার কথা শুনেছি। এতে যেটা বুঝেছি, মেয়েদের খেলাধুলা বন্ধ করার আসলে কোনও উদ্দেশ্য ছিল না। এটা চমৎকার সম্প্রীতির এলাকা। যেখানে ছেলেমেয়ে উভয়ের ট্যালেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে।’

দেবী চন্দ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যাদের মাধ্যমে ঘটেছে, তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। এটা প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেতো। যাই হোক, যায়নি বলে কখনও সমাধান করা যাবে না, তা-ও নয়। এটা সমাধানের জন্যই সরকারের পক্ষ থেকে আমরা এসেছি। সবাই খেলাধুলার পক্ষে। আমরা কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবো।’

আক্কেলপুরের তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিন দিয়ে ঘেরাও করে ছেলেদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব। ছেলেদের টুর্নামেন্ট চলাকালে ওই মাঠে ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেন আয়োজকরা। কিন্তু এতে ক্ষুব্ধ হন আলেম সমাজ ও স্থানীয় একদল মানুষ। তারা মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের দাবি জানিয়ে ২৮ জানুয়ারি বিকালে তিলকপুর রেলস্টেশনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে বিবৃতি দেওয়ার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার