X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভোটার হতে ছবি তুলে ফেরার পথে প্রাণ গেলো দুই বন্ধুর, আরেকজন হাসপাতালে

বগুড়া প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৬:৩১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৩১

বগুড়ার শেরপুরে আবারও মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার রাজাপুর এলাকায় ঢাকার-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তাদের এক বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে এ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হলো।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আবদুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও একই এলাকার সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় সরকার (২০)।

গুরুতর আহত একই এলাকার শাহিন সরকারের ছেলে মোটরসাইকেল চালক সাগর ইসলামকে (১৮) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ, হৃদয় ও সাগর নতুন ভোটার হতে ছবি তোলার জন্য সোমবার সকালে মোটরসাইকেলে মির্জাপুর ইউনিয়ন পরিষদে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে রাজাপুর এলাকায় মহাসড়কে পৌঁছলে বগুড়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে আসা অজ্ঞাত ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শুভ ও হৃদয় মারা যান। গুরুতর আহত সাগরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শেরপুর থানায় দুর্ঘটনাজনিত অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে গত ১৪ মার্চ সকাল ৯টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় শাহজাদা খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। ছোনকা এলাকায় নাবিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রোডাকশন ম্যানেজার ছিলেন শাহজাদা।

এর আগে, গত ১২ মার্চ সন্ধ্যায় শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। এদের একজন ঘটনাস্থলে ও অপর দুজন বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।

পরদিন বাদ জোহর গ্রামে একসঙ্গে তিন বন্ধুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তিন জনকে একই কবরস্থানে দাফন করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন