X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ২২:০৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২২:০৪

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড.  মো. খাদেমুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিবলী নোমানী ইসলাম নিলয়, আইন ও মানবাধিকার বিভাগের এম ফারারুজ্জামান বাধন, ব্যবসায় প্রশাসন বিভাগের নূর-ই-আলম সিদ্দিকী এবং একই বিভাগের সাবেক শিক্ষার্থী রিজওয়ান তানভীর মীম। এ ছাড়া একই বিভাগের মো. সোয়াইব হোসেন ও মুরশিদা মেহেরিন হাসিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

শাস্তি পাওয়া চার শিক্ষার্থীর মধ্যে শিবলী নোমানী ইসলামকে আজীবনের জন্য বহিষ্কার, এম ফারারুজ্জামান বাধনকে দুই সেমিস্টারের জন্য, নূর-ই-আলম সিদ্দিকীকে দুই সেমিস্টারের জন্য এবং রিজওয়ান তানভীর মীমের বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হওয়ায় তার সার্টিফিকেট ছয় মাসের জন্য অকার্যকর রাখা হয়েছে।

সিন্ডিকেট সভা সূত্রে জানা  গেছে, গত ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন বিভাগের একটি অনুষ্ঠানে শিবলী  নোমানী অংশগ্রহণ করে অভ্যন্তরীণ একটি বিষয়ে অহেতুক সম্পৃক্ত হয়ে বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি-ধমকি এবং চড়-থাপ্পড় দেন। তার পরিপ্রেক্ষিতে ওই বছর ১ ডিসেম্বর অনুসারীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই শিক্ষার্থীকে আক্রমণ করে মারাত্মক জখম করেন। এতে ওই শিক্ষার্থীর চোয়ালের হাড় ভেঙে যায় এবং মাথায় ও গায়ে বিভিন্ন জায়গায় ফেটে রক্তাক্ত হয়ে যায়। আক্রান্ত শিক্ষার্থী মেডিক্যাল কলেজ হাসপাতালে  গেলেও তাকে সেখানে ভর্তি নিতে বাধা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বাবাকে জিম্মি করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থী পরবর্তীতে নগরের চন্দ্রিমা থানায় গেলে তার মামলা নিতেও নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত আক্রান্ত শিক্ষার্থীর আত্মীয়-স্বজন এবং স্থানীয় ব্যক্তিদের অনুরোধে চন্দ্রিমা থানায় মামলা হয়। এ ঘটনায় সঙ্গে শাস্তি পাওয়া অপর শিক্ষার্থীরাও জড়িত আছেন।

সিন্ডিকেট সূত্রে আরও জানা গেছে, শিবলী নোমানীর বিরুদ্ধে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনায় প্রক্টরকে নিয়ে ফেসবুকে হুমকিমূলক স্ট্যাটাস, চলতি বছর ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে দাবি-দাওয়া জানানো, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক দলের ফরম নিতে বাধ্য করাসহ আরও বেশকিছু অভিযোগ আনা হয়েছে। এসব কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভার সভাপতি প্রফেসর ড.  মো. খাদেমুল ইসলাম মোল্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। পরে সিন্ডিকেটে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চন্দ্রিমা থানায় বিষয়টি লিখিতভাবে জানিয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
শিক্ষার্থী পারভেজ হত্যা: প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’