X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ২০:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০:১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের? বর্তমান সরকার অনুরাগীরা বলছেন, সংস্কার সম্পাদন না করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কি না সন্দেহ। সংস্কার নিয়ে ধোঁয়াশা ও বিভ্রান্তি তৈরি করে কার লাভ হচ্ছে? সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। কোনও দল অঙ্গীকার করলে তারা অবশ্যই সংস্কার করবে। আপনারা সংস্কারের যে প্রস্তাব দেবেন তা নির্বাচনের পর পার্লামেন্টের মাধ্যমেই তো পাস হবে।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিএনপি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। যারা বিএনপি নিয়ে ষড়যন্ত্র করেছে তারা আজ কোথায়!’

ভারতের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না। তারা ভাবে এ দেশ তাঁবেদার রাষ্ট্র থাকবে। দেশ ভারতের পক্ষে থাকবে, তারা বেছে রেখেছিল তাদের আনুগত্য কে করবে। সে কারণে একটি দুনিয়া কাঁপানো ফ্যাসিবাদের পতন হয়েছে। তাদের দেশে ফ্যাসিবাদ পালিয়ে গেলো। এখন তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে, দেশ নাকি আর নেই।’

সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
‘শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি’
ডিসেম্বরের মধ্যেই ব্যাংক খাতে বড় সংস্কার: অর্থ উপদেষ্টা
সর্বশেষ খবর
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি