X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শিবিরের অনুষ্ঠানে আওয়ামীপন্থী শিক্ষক: আন্দোলনের হুমকি

রংপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬

দুই শিক্ষকের পাশে শিবির নেতা (গোল চিহ্নিত) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসলামী ছাত্র শিবির আয়োজিত ‘বিতর্ক চর্চা কেন্দ্রের’ উদ্বোধনী অনুষ্ঠানে দুই আওয়ামীপন্থী শিক্ষকের যোগদান নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে বিভিন্ন মহল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নিন্দা জানিয়েছে।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি দিয়েছে ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা কেন্দ্র নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার নেতা আসাদ হোসেন অনুষ্ঠানে ওই শিক্ষকদের সঙ্গে বসে ছিলেন। তার সভাপতিত্বেই সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশ্যে শিবির আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগদানের মধ্য দিয়ে পরোক্ষভাবে শিবিরের কর্মকাণ্ডে ইন্ধন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে লিখিতভাবে নিন্দা প্রকাশ করে জানানো হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা কেন্দ্র উদ্বোধনের নামে শিবিরের চিহ্নিত ক্যাডারকে সংগঠনের আহ্বায়ক করা হয়। ওই শিবির ক্যাডার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে ছাত্রলীগ দাবি করে। তাকে কিছু শিক্ষক সহযোগিতা করছে এবং নিজেদের পাশে বসিয়ে সবার কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করা হয়েছে বলেও ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করেন।

জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা না নিলে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে আওয়ামী লীগের লেবাস ধারণ করে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডে ইন্ধন দিয়ে আসছে। বাইরে এসব শিক্ষক আওয়ামী লীগপন্থী দাবি করলেও গোপনে মূলত এরা স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নীরব। দ্রুত এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা না নিলে ছাত্রলীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’ 

অভিযোগের বিষয়ে বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানান, ওই সভায় তিনি যোগদান করেছিলেন। তবে তারা ছাত্র শিবির করে কিনা তা জানেন না। তাছাড়া সেটি কোনও রাজনৈতিক সভা ছিল না বলে তিনি জানান।

ছাত্রলীগের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘কেউ আমাকে এ ব্যাপারে কিছু বলেনি।’

এদিকে, অভিযুক্ত আরেক শিক্ষক অধ্যাপক মতিউর রহমানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন- 

প্রতিষ্ঠাতা সভাপতির ফাঁসিতে যে কারণে চুপ ছাত্রশিবির
রাজউকের উচ্ছেদ অভিযান: ঝুঁকির মুখে বিনিয়োগ

/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা