X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারি হাসপাতালে নেই জলাতঙ্কের প্রতিষেধক, বিপাকে রোগীরা

নীলফামারী প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১১:২৬আপডেট : ২৩ জুন ২০২০, ১১:২৬


কুকুরের আক্রমণের শিকার হাবিব


নীলফামারীর সৈয়দপুরে কুকুড়ের কামড়ে আহত হন পৌর পরিচ্ছন্নতা কর্মী মো. হাবিব। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে টিটি ইনজেকশন দেওয়া হয়। কারণ হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই। ফার্মেসিতেও তিনি ওষুধ পাননি। আবার ফার্মেসিতে যা-ও পাওয়া যায় তার দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে বিপাকে পড়ছেন হাবিবের মতো সাধারণ রোগীরা। 

জানা যায়, সোমবার (২২ জুন) সকালে শহরের আতিয়ার কলোনি এলাকায় আবর্জনা পরিষ্কারের সময় হাবিবকে একটি কুকুর তেড়ে এসে পায়ে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে টিটি ইনজেকশন দেওয়া হয়। হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই। 
হাবিব জানান, জলাতঙ্কের প্রয়োজনীয় ঢেরোরাস্ক, এআরভি ওষুধ সরকারি হাসপাতাল বা ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। আর ফার্মেসিতে যদিও পাওয়া যায় তার দাম ক্রয় ক্ষমতার বাইরে। ফলে চিকিৎসা নিয়ে চিন্তায় আছেন তিনি।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল বাশার জানান,  কুকুর বা সাপ কামড়ানো রোগীর প্রয়োজনীয় ওষুধ বা ইনজেকশনের বরাদ্দ নেই। প্রয়োজন হলে সিভিল সার্জন কার্যালয় থেকে রোগীকেই সংগ্রহ করতে হবে।
প্রসঙ্গত, কয়েকদিন ধরে সৈয়দপুরসহ নীলফামারী জেলায় কুকুরের (জলাতঙ্ক) ভেকসিনেশন কার্যক্রম চলছে। এতে গুটি কয়েক কুকুরকে প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। বেশিরভাগ কুকুর ভেকসিনেশনের বাইরে রয়েছে। স্থানীয়দের মতে,
সৈয়দপুর পৌরসভায় যে হারে কুকুরের সংখ্যা বেড়েছে তাতে পথচলার তাদের আক্রমণের শিকার হলে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়বে তারা।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা