X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

'রমজানে টিসিবির মাধ্যমে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখা হবে'

রংপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী রমজানে টিসিবির মাধ্যমে গত বছরের তুলনায় দ্বিগুণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে বাজার সহনীয় পর্যায়ে রাখা হবে। তাই রমজান মাসকে ঘিরে আমাদের বিপুল পরিমাণ পণ্য আমদানির চিন্তা রয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) রংপুর জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, কোনও অবস্থাতেই যেন পণ্য নিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয় সেদিকটা দেখছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনে রমজান মাসে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল পৌঁছে দেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা আন্তর্জাতিক কিছু বিনিয়োগকারীকে রংপুর অঞ্চলে আনার চেষ্টা করছি। এক থেকে দেড় বছরের মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠবে। রংপুরে গ্যাস আসছে। আমরা চাই রংপুর অঞ্চলে শ্রমঘন এলাকা করা হোক। তবে বিনিয়োগকারীরা ব্যবসায় লাভ-লোকসান খোঁজেন। আমি চেষ্টা করছি বিনিয়োগকারীদের জন্য কীভাবে ১০ বছর কর মওকুফসহ বিদ্যুতে ভর্তুকি প্রদান করা যায়। এসব সুবিধা দিয়ে আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট চেষ্টা করছি এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম প্রামাণিক, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, বিশিষ্ট ঠিকাদার আশরাফুদ্দৌলা আরজুসহ জেলা পরিষদের কাউন্সিলর ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন