X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

পঞ্চগড় প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

তেঁতুলিয়া উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন রহিমের দোকান ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। আহতদের প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বিকালে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত পাঁচ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ফয়সাল হোসেন (১৪), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন(১৮), একই জেলার রানীশংকৈল উপজলার রাউদনগর এলাকার আব্দুল খালেকের ছেলে হাফিজুল (৩৫),একই গ্রামের আব্দুল গফুরের ছেলে কবিরুল (৩০), একই উপজেলার আব্দুল কাদেরের ছেলে ইউনুস আলী (৩০) ও নওগাঁ জেলার আব্দুস সালামের ছেলে রাব্বি (১৬)।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল এলাকার ছয় জনের একটি দল বেলুনে গ্যাস ভরে বিভিন্ন বাজারে বিক্রি করতো। তেঁতুলিয়া বাজারে শনিবার দুপুরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা।

পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ইউনুস আলীর ডান পায়ের উরু থেকে কেটে ঘটনাস্থলে পড়ে গেছে এবং শরীর আগুনে ঝলসে গেছে। এছাড়া সাব্বিরের ডান চোখ এবং হাফিজের বাম চোখে গুরুতর আঘাত লেগেছে।

পঞ্চগড়ে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ তিনি আরও বলেন, বেলুনে গ্যাস ভরা দেখতে যাওয়া কিশোর ফয়সালের কোমর ও পায়ের উরুতে জখম হয়েছে। খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত রোগীদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগীরা আসার আগেই পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন চিকিৎসাসহ যাবতীয় ব্যবস্থা করেন। তিনি হাসপাতালে আহতদের দেখেন এবং উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, তেঁতুলিয়ায় বেলুন বিস্ফোরণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিকালে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ