X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নবাবগঞ্জের তিন ‌‘নবাব’

হালিম আল রাজী, হিলি
১৪ জুলাই ২০২১, ১৫:৩৩আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৫:৩৩

দিনাজপুরের নবাবগঞ্জে ঈদুল আজহাকে ঘিরে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে ‘রাজা’, ‘বাদশা’ ও ‘বাহাদুর’। ৪০ মণ ওজনের বাহাদুরের দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। ৩৭ মণের রাজার দাম ১৮ লাখ ও ২৮ মণের বাদশার জন্য চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। তবে বর্তমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিক্রি হোক না হোক, ষাঁড়গুলোকে একনজর দেখতে খামারটিতে ভিড় লেগেই আছে।

নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের জিয়াউর রহমান মানিক তার খামারে তিনটি ষাঁড় বড় করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, পাঁচ বছর আগে প্রাণিসম্পদ থেকে বীজ সংগ্রহ করেন তিনি। এরপর নিজস্ব গাভির মাধ্যমে খামারে জন্ম হয় ফ্রিজিয়ান জাতের ৩টি ষাঁড়ের।

নবাবগঞ্জের তিন ‌‘নবাব’ তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে এগুলোকে বড় করে আসছি শুধু এই কোরবানিতে বিক্রি করবো বলে। এদের মধ্যে বাহাদুরের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, লম্বায় ৭ ফুট ৮ ইঞ্চি। রাজার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও লম্বায় ৭ ফুট ২ ইঞ্চি। বাদশার উচ্চতা ৫ ফুট, লম্বায় ৭ ফুট। কোনও হরমোন বা ট্যাবলেট খাওয়াইনি এদের। দেশীয় খাবার ও ফলমূল দিয়েছি।’

উপজেলায় তার ষাঁড়গুলোই সবচেয়ে বড় বলে দাবি মানিকের। জানালেন, ‘এবার বিক্রি না হলে ক্ষতি হবে অনেক। সপ্তাহে তিনটি গরুর জন্য ১২-১৩ হাজার টাকা খরচ হচ্ছে। এ খরচ চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রথম দিকে খরচ কিছুটা কম হলেও গত দেড় বছর ধরে বেশি হচ্ছে। গরু তিনটির পেছনে এ পর্যন্ত ২০ লাখ টাকা খরচ হয়েছে। সেই সঙ্গে পরিশ্রম ও আনুষাঙ্গিক খরচ তো আছেই। আশা রাখছি এই ঈদে গরু তিনটি নিয়ে ঢাকায় যেতে পারবো। অনেকেই বলছে তারা নিবে, তাদের শর্ত হলো গরু নিয়ে আসতে হবে ঢাকায়।’

খামারে কর্মরত পুষ্পারানী ও আব্দুস সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখানে গরুর খাওয়ানো, গোসল করানো সব করি। নিজেদের আবাদ করা ঘাস খাওয়ানো হয় এগুলোকে। এ ছাড়া খড়, খৈল, ধানের গুড়া, ভুষি দিই। এরা আবার পাকা আম, কলা, মাল্টা, কমলা এসবও খায়।’

নবাবগঞ্জের তিন ‌‘নবাব’ গরু দেখতে আসা লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এত বড় গরু আগে দেখিনি। এ সাইজের গরু নবাবগঞ্জ উপজেলায় কেন, গোটা দিনাজপুরেও নেই মনে হয়।’

নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. শফিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গরুগুলো ফ্রিজিয়ান জাতের। যতদূর জানি কোনও ওষুধ ছাড়াই এগুলোকে মোটাতাজা করা হয়েছে। আমাদের মাঠকর্মীরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছে। পরামর্শ দিচ্ছে। গরুগুলো আমাদের এই অঞ্চলে বিক্রি হওয়ার সম্ভাবনা কম। ঢাকা অথবা বিভাগীয় শহরগুলোতে পাঠাতে হবে। প্রয়োজনে বিক্রির জন্য অনলাইন প্লাটফর্মের সহায়তা নেওয়া হবে। এ ছাড়া ঢাকায় কিভাবে পাঠাতে পারি সেটা নিয়েও ভাবছি। ট্রেনে করে পাঠানো যায় কিনা দেখবো।’ 

/এফএ/
সম্পর্কিত
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ