X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

প্রেমের বিয়ে, যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১৮:০৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:০৩

রংপুরের বদরগঞ্জে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে না পেয়ে স্ত্রী ইশিতা জাহান ইশাকেকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী আব্দুল মনিম সরকার। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী আব্দুল মনিম সরকারকে আটক করেছে।

পুলিশ ও স্বজনরা জানান, চার বছর আগে রংপুরের সদর উপজেলার শাহাপাড়া খলেয়া গঞ্জিপুর গ্রামের ইলিয়াছ শাহের মেয়ে ইশার সঙ্গে বদরগঞ্জ উপজেলার খাগড়াবন্দ পশ্চিম পাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মনিম সরকারের বিয়ে হয়। এর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন স্বামী মনিম। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে ইশা স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে বিষয়টি দুপক্ষের স্বজনদের মধ্যে মীমাংসা হলে আবারও সংসার শুরু করেন তারা। কিন্তু বেশ কিছুদিন ধরে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন মনিম। একপর্যায়ে বদরগঞ্জ উপজেলা সদরের বালুয়া ভাটা মহল্লার বাসা থেকে ইশাকে খাগড়াবন্দ পশ্চিমপাড়ার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে আবার তার শাশুড়ি যৌতুকের জন্য তাকে মারধর করতেন বলে অভিযোগ স্বজনদের।

শুক্রবার রাতে ইশার স্বামী মনিম গ্রামের বাড়িতে আসেন। এরপর স্ত্রীকে বলেন, বিকাশের মাধ্যমে রাতের মধ্যে বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে। ঈশা টাকার কথা বলতে পারবে না জানালে তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। পুরো ঘটনা ধামাচাপা দিতে মৃত স্ত্রীকে নিয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নওশিন আক্তার জানান, অনেক আগেই ইশা মারা গেছেন।

এ সময় মনিম জানান, তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। এরপর তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে গৃহবধূর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা আঘাতজনিত কারণে মৃত্যু বলে আমরা নিশ্চিত হওয়ার পর স্বামী মনিমকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল