X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে হিমেল হাওয়ায় নাকাল সাধারণ মানুষ

দিনাজপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৩:০৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩:০৯
audio

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা দিনাজপুর বেড়েছে তাপমাত্রা। তবে বেড়েছে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাব। ফলে গতকালের চেয়ে রবিবার (২৩ জানুয়ারি) শীতে সাধারণ মানুষের ভোগান্তি একটু বেশিই।

শনিবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওঠেনি সূর্য। একই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া। আবহাওয়া অধিদফতরের ভাষ্যমতে, সকালে এই হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গতিবেগ বাড়ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, দিনাজপুরে (সকাল ৬টায়) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। শনিবার এই তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রারা বেড়েছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

 এছাড়া জেলার পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর ১২ দশমিক ৮, তেতুলিয়ায় ১৩ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৪, ডিমলায় ১৩ দশমিক ৫, রাজারহাটে (কুড়িগ্রাম) ১২ দশমিক শূন্য, নওগাঁয় ১৩ দশমিক শূন্য, রাজশাহীতে ১৩ দশমিক ৭, চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মোংলায় (বাগেরহাট) হালকা বৃষ্টি হয়েছে । আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। ফলে পুনরায় আরও একটি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।


তিনি জানান, তাপমাত্রা বাড়লেও বাতাসের প্রভাবেই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী দুই দিন এই অবস্থা বিরাজমান থাকতে পারে। 

সদর উপজেলার খামারকান্তবাগ এলাকার দিনমজুর মোবারক হোসেন বলেন, গত দুই দিন দিনাজপুরে রোদ উঠেছিল। ফলে গরম ছিল। আজ সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি, বাতাস রয়েছে। ফলে কষ্ট পোহাতে হচ্ছে। এমন অবস্থায় আমরা ঠিকভাবে কাজে বের হতে পারছি না। কবে নাগাদ এই শীত কাটবে, তার প্রহর গুনছি।

গোপালগঞ্জ এলাকার অটোরিকশা চালক মো. আলম বলেন, শীত যত বেশি আমাদের উপার্জন ততই কম। সকালে বের হলেও যাত্রী পাওয়া যায় না। দুই-একটি ভাড়া টানার পরই হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। দুই দিন তো ভালোই লাগছিল, আবারও শীত পড়লো। 

 

/এএম/টিটি/
সম্পর্কিত
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!