X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হিলি রেলস্টেশন আবারও ‘ক্লোজিং ডাউন’, দুর্ভোগে যাত্রীরা

হিলি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ২১:১২আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১:১২

মাস্টারসহ পয়েন্টসম্যানকে অন্যত্র বদলি করে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন ‘ক্লোজিং ডাউন’ ঘোষণা করা হয়েছে। সকল ট্রেন প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে না দাঁড়িয়ে ২ নম্বরে দাঁড়াচ্ছে। এতে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। লাইন থেকে ট্রেন অনেক উঁচু হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (১ এপ্রিল) সকাল থেকে হিলি রেল স্টেশনের কার্যক্রম ‘ক্লোজিং ডাউন’ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে স্টেশনে স্টপেজ থাকা ট্রেনগুলো চালকের নিজ ইচ্ছায় স্টেশনে ২ নম্বর লাইনে থামানো হচ্ছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি রেলস্টেশন থেকে। কোনও ধরনের সিগন্যাল ছাড়াই চালকের ইচ্ছায় ট্রেন চলাচলের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যাত্রীদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে স্টেশনটির কার্যক্রম সচল করাসহ প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মেয়েকে ট্রেনে তুলে দিতে আসা স্কুলশিক্ষক রেজাউল করিম বলেন, ‘ট্রেন প্ল্যাটফর্মে না দাড়িয়ে ২ নম্বর লাইনে দাঁড়াচ্ছে। লাইন থেকে অনেক উঁচু হওয়ায় ট্রেনে উঠায় মুশকিল। তারপরও কষ্ট করে কোনোরকমে তাকে ট্রেনে তুলে দিলাম। বয়স্কদের ট্রেনে উঠতে বিপাকে পড়তে হচ্ছে।’

স্থানীয় রুহুল আমিন বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী রেল স্টেশনের মধ্যে হিলি রেল স্টেশন একটি। এটা ব্রিটিশ আমলে নির্মিত। এখানে হিলি স্থলবন্দরসহ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থাকায় ব্যবসার কাজে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন। পাশাপাশি চিকিৎসা নেওয়ার জন্য রোগীরা যাতায়াত করে। এখানে দুটি আন্তঃনগর ট্রেনের মধ্যে একটি যাওয়ার সময়, আসার সময় থামে একটি মেইল ট্রেন। তাছাড়া কোনও ট্রেন থামে না। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এখানে অন্যান্য ট্রেনের স্টপেজসহ স্টেশনটির আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু এর মধ্যে ক্লোজিং ডাউন ঘোষণা করে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমরা চরম বিপাকে পড়ে গেলাম। আমরা চাই অচিরেই এই স্টেশনটির কার্যক্রম যেন আবারও স্বাভাবিক করা হয়।’

হিলি রেল স্টেশনের টিকিট মাস্টার নয়ন বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্টেশনে যে দুই জন পয়েন্টসম্যান ছিলেন, হঠাৎ করে আজকে তাদের একজনকে জয়পুরহাটে ও আরেকজনকে নাটোরে বদলি করা হয়েছে। আর মাস্টারকে চিলাহাটি বদলি করে দিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে হিলিতে কোনও মাস্টার ও পয়েন্টসম্যান নেই। আর পয়েন্টসম্যান ছাড়া স্টেশন চালানো সম্ভব নয়। কারণ তারাই লাইন পরিবর্তনের কাজটি করে থাকেন। তাই স্টেশনটি ক্লোজিং ডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, স্টেশনের টিকিট বিক্রিসহ অন্যান্য কার্যক্রম চলবে। তবে স্টপেজকৃত ট্রেনগুলো প্ল্যাটফর্মের ২ নম্বর লাইনে দাঁড়াবে, যা পার্শ্ববর্তী দুই স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হবে। আমরা এমন নির্দেশনা পেয়েছি।

/এসএইচ/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি