X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘একসময় ভাবতাম ঘুষ ছাড়া চাকরি হয় না’

নীলফামারী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২২:৩৪আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২২:৩৪

‘চাকরি নয় সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে ৫১ জনকে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী পুলিশ লাইনসে প্রাথমিকভাবে চূড়ান্ত উত্তীর্ণদের নাম প্রকাশ করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান। নিয়োগপ্রাপ্তরা জানান, কোনও সুপারিশ এবং টাকা ছাড়াই তাদের চাকরি হয়েছে।  

পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, টিআরসি পদে আবেদনকারীর সংখ্যা এক হাজার ৭৮৪ জন। তাদের মধ্যে উপস্থিত এক হাজার ৩২৯ জনের মধ্যে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগ পান ৫১ জন। উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৮ জন।

নিয়োগ পাওয়া বৃষ্টি রায় বলেন, ‘একসময় ভাবতাম ঘুষ ও সুপারিশ ছাড়া চাকরি হয় না। কিন্তু আমার ধারণা পাল্টে গেছে। আমার জন্য কেউ সুপারিশ করেনি। চাকরি হওয়ায় আমিসহ আমার পরিবার খুব খুশি।’

সদ্য নিয়োগ পাওয়া কৃষ্ণা রায়ের বাবা হরেন্দ্র নাথ রায় বলেন, ‘সবসময় চেয়েছি আমার মেয়ে একটা কিছু করুক। অতি কষ্টে মেয়ের পড়াশোনা চালিয়েছি। তবে চাকরি নিয়ে চিন্তায় ছিলাম। নিজের মেধায় আমার মেয়ের চাকরি হয়েছে।’

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘আমি আশাবাদী ছিলাম স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতেই পুলিশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, টিআরসি পদে চলতি বছরের ২৯, ৩০ ও ৩১ মার্চ প্রাথমিকভাবে নির্বাচিত করার পর লিখিত পরীক্ষা হয় ৮ এপ্রিল এবং চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০ এপ্রিল।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ঈদ উপহার পেলেন ১৫০০ সুবিধাবঞ্চিত মানুষ
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক